বর্তমানে বিভিন্ন খবরের চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে একটি খবরই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে কলকাতার বিখ্যাত হসপিটাল আর জি কর এ এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনার পর হসপিটালে অন্যান্য চিকিৎসকরা এবং স্টুডেন্টরা ধর্মঘট করেছেন। চিকিৎসকরা জানান এই অন্যায় যে বা যারা করেছে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা কেউ চিকিৎসা করবেন না। শুধুমাত্র কলকাতাতেই নয়, কলকাতার বাইরে অর্থাৎ দিল্লি মুম্বাই চেন্নাইতেও বিদ্রোহ শুরু হয়ে গেছে।
প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্রী রিমঝিম আগামী বুধবার অর্থাৎ ১৪ই আগস্ট মেয়েদের পথে নামার আর্জি জানান, তার আরজি তে সহমত জানিয়েছেন প্রচুর সাধারণ মানুষ এবং সেলিব্রেটিরা। মঙ্গলবারে ফেসবুকে ‘বিদ্রোহী গায়ক’ এবং সমাজের উচ্চ স্তরে বসে থাকা মানুষদের তার পোষ্টের মাধ্যমে আক্রমণ করেন বিখ্যাত সংগীত শিল্পী অনিন্দ্য বসু
আরও পড়ুন,
*আরজি কর কাণ্ডের পরই পুরুষ চরিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য গুলশনারা, ‘আনফ্রেন্ড’ করার হিড়িক টলিপাড়ায়
অনিন্দ্য বসু তার পোস্টে লেখেন আজকে হয়তো অন্য কারো মেয়ে অন্য কারো বোন এই ঘটনার সম্মুখীন হয়েছে। কালকে আপনার পরিবারের কারোর সাথেও এই ঘটনা ঘটতে পারে ,তখন কি করবেন? তখনও কি এভাবেই চুপ করে বসে থাকবেন! কোথায় গেলেন সব বিদ্রোহী কবিরা? কোথায় বা গেলেন সহানুভূতিশীল কবিরা? এখনো কি মৃত মানুষের মতো নিস্তব্ধ হয়ে থাকবেন? যত পারেন নাম যশ টাকা-পয়সা ধন দৌলত কামিয়ে নিন,তারপর একদিন তো সেই মরতেই হবে। আপনারাও মরবেন আমিও মরবো কিন্তু আমি যখন মরবো আমার শিরদাঁড়া টা সোজা রেখেই এই পৃথিবী থেকে চিরবিদায় নেব।
আরও পড়ুন,
*RG kar Case: বামেরা মহিলাদের আন্দোলন সমর্থন করতেই একযোগে আক্রমণ, কুণাল কি বললেন? দেবাংশু কি বললেন?
অনিন্দ্য যদিও তার পোস্টে সরাসরি কারুর নাম বলেননি তবুও এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এখানে বিদ্রোহী গায়ক বলতে “নচিকেতা” কেই বোঝাতে চেয়েছেন। অনিন্দ্য র পোস্টে নানান মন্তব্যের ছড়াছড়ি লেগে রয়েছে। কেউ লিখেছেন”বিদ্রোহী কবি আসবেনই বা কেনো, তাহলে তো আগামী বছর আর ‘মহানায়ক সম্মান’ টা পাবেন না ,তাইতো মুখ বন্ধ করে বসে আছেন। কেউ আবার মন্তব্য করেছেন, হ্যাঁ কোথায় বিদ্রোহ কবি নচিকেতা? অনিন্দ্য বলেছেন যেহেতু সেও একজন পুরুষ তাই অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী তিনি। অনিন্দ্য বলেন চারিদিকে সব মেয়েরা ধীরে ধীরে বড় হচ্ছে তাদের কথা ভেবে তিনি ভয় পাচ্ছেন তার আশঙ্কা হচ্ছে।
আরও পড়ুন,
*‘কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ’, আর.জি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী
বিদ্রোহীরা একটি কথা জানিয়েছেন যে আরজি কর হসপিটালের এই নিশংস ঘটনাটির পেছনে শুধুমাত্র একজন নয় এর পেছনে আরো অনেকেই রয়েছেন। পুলিশ জানিয়েছিলেন এই ঘটনার জন্য দোষী একমাত্র সঞ্জয় রায়, তিনি এরকম একটা কুরুচিকর কাজ করেছেন। পুলিশ অফিসার বিনীত গোয়েল এ কথা জানান যে যদি সঞ্জয় রায় ছাড়াও এর সঙ্গে আরো কেউ যুক্ত থাকেন তাহলে খুব তাড়াতাড়ি তাদের সামনে নিয়ে আসবেন তিনি।
আরও পড়ুন,
*RG Kar Case: কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, রুদ্ধশ্বাস জেরার মুখে ধৃত সঞ্জয়
অন্যদিকে আরজি কর কর হসপিটালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেখান থেকে ইস্তফা দেওয়ার পর তাকেই আবার ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ করাটা মেনে নিতে পারেননি চিকিৎসকেরা এবং মেডিকেল স্টুডেন্টরা। সেই কারণে হাইকোর্ট থেকে সন্দীপ ঘোষ কে কিছুদিন বিরত থাকার জন্য নির্দেশ দেন, তাই তিনি ১৫ দিনের ছুটি নিয়েছেন।
*RG Kar Case: ‘আমার মেয়ে বসনহীন হাসপাতালে’, প্রতিবাদে কবিতা শোনালেন ‘মহানায়ক’ নচিকেতা, রইলো ভিডিও
*নেয়া ইতিহাস! হাতে ব্যাট নয় খুন্তি নিয়ে সৌরভ গাঙ্গুলি, কি রান্না করলেন দাদা