গত ২৪ শে জুলাই মহানায়ক সম্মান উঠেছে টলিউডের বহু তারকাদের হাতে। এই নিয়ে তাদের আনন্দের শেষ নেই। তবে সম্প্রতি এই মহানায়ক সম্মান নিয়ে এমন একটি মজাদার পোস্ট করেছেন আরেক অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শকেরা।
টলিউড ইন্ডাস্ট্রিতে উত্তম কুমারের ভূমিকা ঠিক কতখানি তা আর বাঙালীদের নতুন করে বোঝাতে হয় না। অভিনয়ে ‘ক্লাস’ জিনিসটার সংজ্ঞা তিনিই দিয়েছিলেন প্রথম। প্রতিবছর তার প্রয়াণ দিবসে তাকে সম্মান জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মহানায়ক সম্মানের সূচনা করেছেন।
এদিন টলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকাদের হাতে মহানায়ক সম্মান তুলে দেওয়া হয়। চলতি বছরে সেই সম্মান পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, রচনা ব্যানার্জি, রুক্মিণী মৈত্র থেকে শুরু করে অন্যান্য তারকারা।
আরও পড়ুন,
*‘যৌনতার জন্য নয়’, চারদিকে শুধু পরকীয়া, কী কামনা করেন করেন উত্তম কুমারের নাতবৌ?
সম্প্রতি সেই বিষয়ে ঋত্বিক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “একটা লোককে বাজারের চা দোকানে বলতে শুনলাম ‘মহানয়ক একটা প্রাইজ কিন্তু মহানায়ক উত্তম কুমার একটা মেট্রো স্টেশন এবং উত্তম কুমার বাংলার একটা বেস্ট হিরো।’ তখনই পান দোকানের রেডিওতে গান বেজে উঠলো তেরা ধেয়ান কিধার হ্যায় তেরা হিরো ইধার হ্যায় ইত্যদি।”
যা দেখার পর একজন মন্তব্য করেছেন, ‘আপনি যে কেন এই সম্মান এখনো পেলেন না তা আমাকে ভীষণই ভাবায়।’ এখানেই শেষ নয় অন্য এক ভক্ত লিখেছেন, ‘একদিন দেখবেন মদন মিত্র পর্যন্ত মহানায়ক সম্মান পাবেন কিন্তু আপনি এসব পোস্টের কারণে পাবেন না। যদিও এই সম্মান আপনাকে ডিজার্বও করে না।’
আরও পড়ুন,
*‘…আমি গর্বিত’, মহানায়ক সন্মান পেয়ে ইন্ডাস্ট্রির ভূত-বর্তমান নিয়ে অকপট শুভাশিষ