এক্স ডাউন! বহু ওয়েবসাইটে প্রবেশে বিপত্তি, বিশ্বজুড়ে নেট দুনিয়ায় আতঙ্ক

মঙ্গলবার সন্ধ্যা হতেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের নেট-ব্যবহারকারীরা একযোগে সমস্যায় পড়েন। হঠাৎ করেই খুলছে না এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, আরও বহু ওয়েবসাইটেও দেখা দেয় প্রবেশজনিত নানা সমস্যা। অল্প সময়ের মধ্যেই বিষয়টি নিয়ে হুলস্থূল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভারতেও এর তীব্র প্রভাব পড়েছে।

ডাউনডিটেক্টর-এর রিপোর্ট বলছে, ভারতীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এক্স সংক্রান্ত অন্তত ১১,৫০০-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪৭% অভিযোগ ফিড সংক্রান্ত, ৩০% ওয়েবসাইট, আর ২৩% সার্ভারের সংযোগ-সংক্রান্ত। অনেকেই জানিয়েছেন, তাঁরা লগ ইন করতে পারছেন না। কারও ক্ষেত্রে অ্যাপই খুলছে না। নতুন পোস্ট দেওয়া কিংবা টাইমলাইনে আপডেট দেখার ক্ষেত্রেও সমস্যা হয়েছে।

নেট-ব্যবহারকারীদের বক্তব্য, হঠাৎ করেই প্ল্যাটফর্মটি অচল হয়ে যায়। কেউ লগ ইন করতে পারেননি, কেউ পোস্ট দিতে পারেননি। ফলে প্ল্যাটফর্মজুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ, বিভ্রান্তি এবং উদ্বেগ। যদিও ইলন মাস্কের সংস্থা এখনও পর্যন্ত এই বিভ্রাট নিয়ে কোনও সরকারি বিবৃতি দেয়নি।

এদিকে, প্রযুক্তিবিশ্বে আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র জানাচ্ছে, ক্লাউডফ্লেয়ার নামে পরিচিত ওয়েব-পরিকাঠামো সংস্থার সার্ভারে বড়সড় বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে অসংখ্য সাইট বিশ্বজুড়ে অচল হয়ে পড়েছে। ওয়েবসাইট সুরক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট—এই সবকিছুর দায়িত্ব থাকে ক্লাউডফ্লেয়ারের উপর। তাদের সার্ভারেই সমস্যা তৈরি হওয়ায় বহু পরিষেবা মুহূর্তে ডাউন হয়ে যায়।

ঠিক এই সমস্যাই এক্সের বিপর্যয়ের কারণ কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে দুটি ঘটনাই প্রায় একই সময়ে হওয়ায় নেটিজেনদের অনুমান—ইন্টারনেট পরিকাঠামোর একটি বড় অংশে অচলাবস্থা তৈরি হয়েছে। ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করছে।

এই বিভ্রাটের প্রভাব মার্কেটেও পড়েছে। ক্লাউডফ্লেয়ারের শেয়ারের দাম ৪.১% কমে যায়। বিশ্লেষকদের মতে, এত বড় পরিসরের ওয়েবসাইট অচলাবস্থা প্রযুক্তি জগতে আবারও দুশ্চিন্তা বাড়িয়েছে—বিশেষত সোশ্যাল মিডিয়া-নির্ভর বিশ্বে।

দিনের শেষে ব্যবহারকারীরা হয়তো সাময়িকভাবে সমস্যার সমাধান পেলেও, এই ঘটনার পুনরাবৃত্তি আরও বড় সাইবার ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। ইন্টারনেটের উপর নির্ভরশীলতা যত বাড়ছে, ততই বাড়ছে পরিকাঠামো-নির্ভর এই ধরনের বহু পরিষেবার ঝুঁকি।

FAQ

১) কেন এক্স (X) অ্যাকাউন্টে লগ ইন করা যাচ্ছিল না?

মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ সার্ভার সংযোগে সমস্যা দেখা দেয়। এর ফলে বহু ব্যবহারকারী এক্সে লগ ইন করতে পারেননি কিংবা নতুন পোস্ট দিতে পারেননি।

২) কতজন ব্যবহারকারী এই সমস্যা রিপোর্ট করেছেন?

ডাউনডিটেক্টর জানাচ্ছে, ভারতীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত অন্তত ১১,৫০০-এরও বেশি রিপোর্ট জমা পড়েছে।

৩) সমস্যার ধরন কী ছিল?

রিপোর্ট অনুযায়ী—

৪৭% ফিড সমস্যা

৩০% ওয়েবসাইট লোড সমস্যা

২৩% সার্ভার সংযোগ সমস্যা

৪) এই বিভ্রাট কি ক্লাউডফ্লেয়ারের কারণে হয়েছে?

ক্লাউডফ্লেয়ারের সার্ভারে বড়সড় সমস্যা হয়েছে বলে খবর। তবে এক্সের সমস্যার সঙ্গে তা সরাসরি যুক্ত কি না, তা এখনও নিশ্চিত নয়।

৫) এক্স বা ইলন মাস্কের সংস্থা কি কোনও অফিসিয়াল বিবৃতি দিয়েছে?

না। এই সার্ভার-বিপর্যয় নিয়ে এখনও পর্যন্ত এক্সের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন
ই-পাসপোর্ট: নিরাপত্তা, প্রযুক্তি ও সেবা—একসঙ্গে বড় রদবদল ভারতের পাসপোর্ট ব্যবস্থায়

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক