বছর শেষে বাংলায় জমিয়ে পড়বে কি ঠান্ডা! কী জানাল হাওয়া অফিস? রইল বিস্তারিত

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বড়দিনে গরম আবহাওয়ার সাক্ষী থেকেছে মানুষ। যাদের শীত পছন্দ, তাদের একটিই প্রশ্ন মনে উঁকিঝুঁকি মারছে। আর তা হল বঙ্গে কি ফের ফিরবে শীতের আমেজ? এবার খুশির খবর শোনাল হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গে শীত ফিরতে চলেছে নতুন বছরের হাত ধরে।

পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন বছরের প্রথম দিন ফের প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। আর তার হাত ধরেই ধীরে ধীরে শীতের আমেজ ছড়িয়ে পড়বে গোটা বঙ্গে।

শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কালিম্পং-এ হতে পারে শিলাবৃষ্টি ও দার্জিলিং-এ তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়া বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তবে আগামী সপ্তাহের সোম ও মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন ঘটবে।

বছর শেষের মরশুমে জমিয়ে পড়তে পারে ঠান্ডা। বর্ষশেষের রাতে বাংলা জুড়ে অবাধ উত্তুরে হাওয়া প্রবেশের সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার কলকাতায় ১৪ ডিগ্রি বা তার নীচে হতে পারে তাপমাত্রা। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নীচে চলে যেতে পারে তাপমাত্রা।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক