‘জামতারা ২’-এর অভিনেতা শচীন চাঁদওয়াদে আত্মহত্যা করেছেন। মাত্র ২৫ বছর বয়সে নিভে গেল এক তরুণ প্রতিভার জীবন, হতবাক চলচ্চিত্র মহল।
মাত্র ২৫ বছর বয়সেই জীবন শেষ করলেন বলিউডের উঠতি অভিনেতা শচীন চাঁদওয়াদে। ‘জামতারা’ সিজন ২-এ অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। পাশাপাশি কাজ করছিলেন আসন্ন মারাঠি প্রজেক্ট ‘অসুরভান’-এ। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।
মহারাষ্ট্র টাইমস সূত্রে জানা গিয়েছে, জলগাঁও জেলার পারোলা তালুকের উন্দিরখেড়ে নিজের বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেন শচীন। ঘটনাটি ঘটে ২৩ অক্টোবর দুপুরে। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ধুলে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রায় ২৪ ঘণ্টা লড়াইয়ের পর ২৪ অক্টোবর দুপুরে মৃত্যু হয় অভিনেতার।
শচীন শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি পুনের আইটি পার্কে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কর্মরত ছিলেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল তাঁর। ‘জামতারা ২’-এর পার্শ্ব চরিত্রে অভিনয় তাঁর কেরিয়ারের অন্যতম বড় সাফল্য ছিল।
মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে শচীন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘অসুরভান’ ছবির চরিত্র লুক শেয়ার করেছিলেন। সেখানে তিনি সোম নামের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন রামচন্দ্র ম্যাঙ্গো।
তবে কী কারণে এত অল্প বয়সে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন শচীন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
চলচ্চিত্র জগৎ এবং তাঁর অনুরাগীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অকাল প্রয়াণে স্তব্ধ গোটা বলিউড।
বিনোদন
‘বহুত মিছ কৰিছোঁ তোমাক’—জুবিন গার্গৰ স্ত্রীৰ আবেগঘন পোষ্ট
#SachinChandwade #Bollywood #Jamtara #Suicide #ActorDeath #Asurvan #IndianCinema #TragicNews #EntertainmentNews #RIPSachin

