লটারিতে জেতা ৯ কোটি টাকা জুয়া আর নারীসঙ্গে উড়াল তরুণ, টাকার ভাগ চেয়ে আদালতে স্ত্রী, কোথায় ঘটলো এমন ঘটনা? জানুন

চিনের ঝাও লটারি জিতে ৯ কোটি টাকার মালিক হয়েছিলেন। কিন্তু জুয়া আর লাইভ স্ট্রিমারে সেই সব টাকা উড়িয়ে দেন। শেষে স্ত্রী করলেন মামলা।

চিনে লটারি কেটে রাতারাতি কোটিপতি হয়েছিলেন ঝাও নামে এক তরুণ। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই টাকা উধাও। জুয়ার নেশা আর এক মহিলা লাইভ স্ট্রিমারের প্রতি আসক্তি তাঁকে সর্বস্বান্ত করেছে।

চিনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, শানডং প্রদেশের ডেঝোর বাসিন্দা ঝাও ২০২৪ সালের ডিসেম্বর মাসে একটি লটারিতে প্রায় ১১ কোটি টাকা জেতেন। কর কেটে হাতে পান প্রায় ৯ কোটি ৪০ লক্ষ টাকা। স্ত্রী ইউয়ানকে জানান যে তিনি তাঁর নামে ৩ কোটি ৪০ লক্ষ টাকার একটি ব্যাঙ্ক কার্ড রেখেছেন। কিন্তু ইউয়ান কখনও সেটির ব্যালেন্স পরীক্ষা করেননি।

কিছুদিনের মধ্যেই ইউয়ান লক্ষ্য করেন, স্বামীর আচরণ বদলে গিয়েছে। দিনরাত জুয়া খেলতেন ঝাও। রাতে অনলাইনে মহিলা লাইভ স্ট্রিমারদের শো দেখতেন এবং তাঁদের কোটি টাকারও বেশি ‘গিফট’ দিতেন। প্রতিবেদনে দাবি, এক জন স্ট্রিমারকেই ঝাও এক কোটির বেশি টাকা পাঠিয়েছিলেন।

শেষমেশ ইউয়ান জানতে পারেন, তাঁর স্বামী ওই স্ট্রিমারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। স্বামীর ফোনে চ্যাট রেকর্ড দেখে সন্দেহ নিশ্চিত হয় তাঁর। ড্রয়ারে রাখা ব্যাঙ্ক কার্ডটি পরীক্ষা করে তিনি দেখেন, সেখানে আর এক পয়সাও নেই।

স্ত্রীর অংশের টাকাও খরচ করেছেন ঝাও। ফলে ইউয়ান আদালতের দ্বারস্থ হয়ে বিবাহবিচ্ছেদ ও লটারির টাকার ভাগ দাবি করেছেন। ঝাও সংবাদমাধ্যমে স্বীকার করেছেন, ‘‘আমি সব টাকা খরচ করেছি। আদালত যা রায় দেবে, তাই মেনে নেব।’’

খবর
ভাঙা কালী প্রতিমা ইস্যুতে উত্তপ্ত কাকদ্বীপের সূর্যনগর, সেই প্রতিমাকে প্রিজন ভ্যানে করে বিসর্জনের উদ্যোগ পুলিশের

#China #Lottery #StreamingAddiction #RelationshipDrama #WeirdNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক