4 tips from Bill Gates, can bring success

বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন বিল গেটস্। তিনি মাইক্রোসফটের উদ্ভাবক। তবে তিনি তার সম্পত্তির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি করলেও সাধারণভাবে থাকতে পছন্দ করেন তিনি। এমন একজন মানুষ বর্তমানে তরুণ প্রজন্মের কাছে একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বর্তমানে অন্যতম বড় সংস্থার মধ্যে মাইক্রেসফ্টের স্থান সবার উপরে।

এহেন একজন মানুষ তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে তার কিছু পরামর্শ তিনি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাই তরুণ প্রজন্মকে তিনি ব্যর্থ হলেও ভেঙে না পড়ে এগিয়ে যেতে বলেছেন। সর্বদা শিক্ষা গ্রহনের উপর জোর দিয়েছেন বিল গেটস্। তিনি মনে করেন, ক্রমাগত নতুন কিছু শিখতে পারলে ও নতুন দক্ষতা অর্জন করলে সাফল্য ধরা দেবে।

কোনো কাজে কেউ এগিয়ে যাওয়ার পর ব্যর্থ হতেই হয়। ব্যর্থ না হলে নতুন করে শেখা যায় না। তাই ব্যর্থতাকে বরণ করে নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি মনে করেন ব্যর্থতা মূল্যবান শিক্ষক। বিল গেটস্ বলেন, ব্যর্থতাকে আলিঙ্গন করতে হবে। ব্যর্থতার মধ্যে দিয়ে জ্ঞান সংগ্রহ করতে হবে।

এর পাশাপাশি তিনি বলেন, কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক। লক্ষ্য নির্ধারণে স্পষ্ট থাকার নির্দেশ দেন তিনি। যে লক্ষ্য সফল হতে দীর্ঘমেয়াদি সময়ের প্রয়োজন সেই লক্ষ্যে শৃঙ্খলা থাকা আবশ্যক।

লক্ষ্য অর্জন করতে গেলে ধৈর্য্য ও অধ্যাবসায়ের প্রয়োজন। তাই বিল গেটস্ কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য তার প্রতি ধৈর্য্যশীল ও অবিচল থাকতে পরামর্শ দিয়েছেন। প্রতিকূলতাকে জয় করার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন,
*এই গরমে বিগড়ে গেলেই বিপদ, নিয়ম মেনে চালান সিলিং ফ্যান
*১ টিও মশা থাকবে না, বাড়িতে লাগান ৫ গাছ, নাম জানুন