বিয়ে করে লক্ষ্মী বউ সোহিনী! অর্ধাঙ্গিনীকে পাশে পেয়ে কি লিখলেন শোভন?

বিয়ে করে লক্ষ্মীমন্ত বউ হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার! তারই ঝলক দেখা গেল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। গত ১৫ই জুলাই একপ্রকার গোপনে বিবাহ সেরেছেন সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী এবং অভিনেত্রী সোহিনী। দক্ষিণ ২৪ পরগণার একটি রাজবাড়িতে বিয়ে করেছেন তারা।

একেবারে কাছের মানুষদের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছেন এই তারকা জুটি। বিয়ের পর বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তারা। যা দেখার পর তাদের প্রশংসায় পঞ্চমুখ সকলে। নতুন জীবনের জন্য শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তারা। এরই মাঝে প্রকাশ্যে এসেছে আরও বেশ কিছু ছবি।

শোভন গাঙ্গুলী এদিন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টোরি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় তার পাশে লক্ষ্মীমন্ত হয়ে বসে রয়েছেন সোহিনী। ছবিতে দেখা যাচ্ছে একটি মেরুন ও সবুজ রঙের শাড়ি পরে রয়েছেন তিনি আর তার মাথায় ঘোমটা দেওয়া।

আরও পড়ুন,
*এবার বৈদ্যুতিক বিলে ছাড় দিতে চলেছে মমতা সরকার! জানুন কারা পাবেন

ছবির ক্যাপশনে শোভন লিখেছেন, ‘আমাদের বাড়িতে স্বাগত।’ পাশাপাশি একটি চুমুর ইমোজি। ছবিতে দেখা যায় বউয়ের দিক থেকে চোখ সরাতে পারছেন না শোভন। উল্লেখযোগ্য, এর আগে লিভ-ইন সম্পর্কে ছিলেন সোহিনী এবং আরেক অভিনেতা রণজয়।

যদিও হঠাৎ করে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। তবে প্রাক্তনকে নিয়ে কোনো কথাই বলেননি তারা। গত এক বছর ধরে তিনি সম্পর্কে রয়েছেন শোভনের সাথে। শোভন এর আগে সম্পর্কে ছিলেন সঙ্গীত শিল্পী ইমন এবং আরেক অভিনেত্রী স্বস্তিকার সাথে। যদিও সেসব এখন অতীত। প্রেমের বর্ষপূর্তির দিনেই সোহিনীকে সারা জীবনের জন্য নিজের করে নিলেন এই শিল্পী।