যিশু-নীলাঞ্জনার ২০ বছরের সম্পর্ক ইতি? পরিচালক রাজর্ষির কথায় বিরাট ইঙ্গিত

টলি পাড়ার জনপ্রিয় দম্পতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। শোনা যাচ্ছে তাদের সাজানো সংসারে নাকি ভাঙন ধরেছে। আর এর মূলে রয়েছে তৃতীয় ব্যক্তি। যিশুর জীবনে নাকি নতুন সম্পর্কের আবির্ভাব হয়েছে। আর তাই এই সম্পর্কের তাল কেটেছে। বর্তমানে যিশু বেশ ব্যস্ত একজন অভিনেতা। কখনও টলিউডে, বলিউডে কিংবা দক্ষিণী ছবিতে তিনি অভিনয় করে চলেছেন। আর এর জন্য একেবারেই সময় নেই তার কাছে।

কাজের সুবিধার জন্য বর্তমানে তিনি মুম্বাইতে থাকেন। সেখানেই নাকি একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি৷ তবে তিনি কোনো অভিনেত্রী নন। এদিকে দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে কি তবে ভাঙন ধরল? এই জল্পনা উস্কে দিলেন পরিচালক রাজর্ষি দে। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। আর তারপরই পোস্টটি ভাইরাল হয়ে যায়। তবে কিছুক্ষণ পর তিনি পোস্টটি মুছে দেন।

এদিকে পেশাদার জীবনের ব্যস্ততার জন্য যিশু যখন মুম্বাইতে সেইসময় হাসপাতালে ভর্তি হলেন নীলাঞ্জনা। শোনা যাচ্ছে, তিনি নাকি ডিহাইড্রেশনে কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু টলিউডের অন্দরমহল সূত্রে অন্য খবর পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, নার্ভাস ব্রেকডাউনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন নীলাঞ্জনা।

হাসপাতালে কিছুটা সুস্থ হতেই তিনি একটি মন খারাপের পোস্ট করেন৷ তার লেখা পোস্টে দুই মেয়ে ও বোনের উল্লেখ থাকলেও যিশুর কোনো উল্লেখ নেই। এ থেকে অনেকেই আরও সন্দেহ করছেন তাদের সম্পর্ক তলানিতে। এদিকে যিশু ও নীলাঞ্জনাকে নিয়ে একটু মন খরাপের পোস্ট শেয়ার করেছেন রাজর্ষি। যদিও তিনি পোস্টটি তার কিছুক্ষণ পর মুছে দিয়েছেন।

kmc 20240720 164105

তিনি লিখেছিলেন, “অনেক কিছুই আজকাল শুনে আর অবাক হই না। কিন্তু কেন জানি না এইটা দেখার পর থেকে খুব কষ্ট পাচ্ছি। জীবন যে সবসময় সিনেমা নয়, আমার একা একা এটা পড়ে মন খারাপটা আবার প্রমাণ করে দিল। সত্যি মন খারাপ হচ্ছে খুব। এই মানুষ দুজন দূর থেকে হলেও বড় কাছের ছিল আমার। আসলে ম্যাজিক আর মিরাকেল হয়, আমার জীবনেও হল।”

এর পাশাপাশি নীলাঞ্জনা তার সোশ্যাল হ্যান্ডেলে পদবি ‘সেনগুপ্ত’ মুছে ফেলেছেন। তার পাশাপাশি তিনি তার মেয়ে ও বোনকে ধন্যবাদ জানালেও যিশুকে নিয়ে কোনো মন্তব্য করেননি৷ তবে কি দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে ইতি ঘটতে চলেছে? তা বলবে সময়।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক