‘মোটা ঠোঁট’ নিয়ে রীতিমত ট্রোল, এবার কোন লুকে এলেন এনা, চোঁখ ফেরানো যাচ্ছে না

টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন এনা সাহা। একাধিক ছবিতে অভিনয় করার পর বর্তমানে যদিও বিশেষ একটা দেখা যায় না তাকে। তবে ইতিমধ্যে তিনি টলি পাড়ায় অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় জগতে যেমন জনপ্রিয় তেমনই সোশ্যাল মিডিয়ায় রয়েছে তার বেশ বড়সড় ফ্যান ফলোয়িং। অনেকেই তাকে পছন্দ করেন।

কাজের ফাঁকে মাঝেমধ্যে মন ভালো করতে তিনি চলে যান ঘুরতে। ঘুরতে গিয়ে নানান ছবি তোলেন আর তা নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতে ভোলেন না৷ সম্প্রতি তাকে এমনই একটি ছবিতে দেখা গিয়েছে। এবার তিনি কিলার লুকে ধরা দিলেন বিচ বেডে। সমুদ্রের পাড়ে এনার সুঠাম শরীর যা মন কেড়েছে নেটিজেনদের।

মাখনের মতন চকচকে শরীর ও স্কিন রঙের বিকিনি পরে তিনি বসে রয়েছেন বিচ বেডে। এই ছবি পোস্ট করে এনা ক্যাপশনে লিখেছেন, “প্রতিটি দিন একটি ছোট্ট জীবন। প্রতিটি রাত একটি ছোট্ট জন্ম, প্রতিটি তাজা সকাল, একটি ছোট্ট যৌবন, প্রতিটি বিশ্রাম এবং ঘুমাতে যাওয়া একটি ছোট্ট মৃত্যু।”

অনেকেই এই ছবির নানান প্রশংসা করেছেন। তবে কেউ কেউ কটাক্ষ করতে ছাড়েননি৷ অনেকেই এনার মুখমন্ডল নিয়ে নানান মন্তব্য করেছেন। অনেকেই মন্তব্য করেছেন তার ঠোঁট এত মোটা কেনো। এমনকি ওজন ও বডি শেমিং করতেও ছাড়েননি নেট দুনিয়ার মানুষ। তবে বর্তমানে ওজন ঝড়িয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছেন এনা সাহা।

এনাকে শেষ দেখা গিয়েছে ‘চিনেবাদাম’ ছবিতে অভিনয় করতে। তবে শুধু অভিনয় নয়, প্রযোজনার কাজেও নাম লিখিয়েছেন এন সাহা। তার প্রযোজক হিসেবে প্রথম ছবি ছিলো ‘এসওএস কলকাতা’। এই ছবি মুক্তির আগেই ছবির নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে মনোমালিন্যের জেরে ছবির ব্যবসা মুখ থুবড়ে পড়ে।

আরও পড়ুন,
*স্বামী ঠকিয়েছে! ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্ক কবে থেকে সমস্যা? জানালেন বরখা

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক