নিজের প্রথম সিনেমার একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে সাম্প্রতিক অবস্থার বর্ণনা করলেন অভিনেত্রী দর্শনা বণিক! চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সমাজের অন্ধকার দিকটিকে। যেখানে আইন-আদালতের পাশাপাশি নিজের বাড়ির লোকেরাও নির্যাতিতার কথায় বিশ্বাস করে না।
‘আমি আসবো ফিরে’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ করেছিলেন দর্শনা। এই সিনেমায় মূলত এক ধর্ষিতা মেয়ের কাহিনী তুলে ধরা হয়েছে। যেখানে স্পষ্ট করে দেখানো হয়েছে কোনো মেয়ে নির্যাতিতা হলে তাকেই দোষ দেয় সমাজ। প্রশ্ন ওঠে তার পোশাক এবং তার বাইরের পরিবেশে বেরোনোর সময় নিয়ে।
অভিনেত্রী যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে রঞ্জনা নামক ওই মেয়েটি তার বাবা এবং পিসিকে জিজ্ঞেস করে আদালতে যেতে হলে সে কী পোশাক পরে যাবে? ছোট পোশাক নাকি অন্য পোশাক। পাশাপাশি এও বলে সে যদি আদালতে না যায় তাহলে কি তার কথায় কেউ বিশ্বাস করবে না যে সে নির্যাতিত হয়েছে?
এখানেই শেষ নয় সে তার বাবাকে প্রশ্ন করে যদি কলকাতার সব মেয়েরা ছোট ছোট পোশাক পরা বন্ধ করে দেয় এবং রাতে বেরোনো বন্ধ করে দেয় তাহলে কি শহরে ধর্ষণ বন্ধ হবে? এই প্রশ্ন কিন্তু রঞ্জনার একার নয় এই প্রশ্ন শহরের প্রত্যেকটি রঞ্জনার, তেমনটাই বুঝিয়েছেন অভিনেত্রী।
আসলে আমরা এমন একটি সমাজে বসবাস করি যেখানে নারী সুরক্ষা, নারী সশক্তিকরণের কথা বলা হলেও সেগুলি কখনোই বাস্তবায়িত হয় না। পিতৃতন্ত্র আমাদের সমাজকে এতোটাই বেঁধে রেখেছে যে নারীর অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছে বারবার। এই সিনেমাটিতেও তেমনই বার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন,
*‘মম ডিউটি’ করিনার! ছেলের সঙ্গে বৃষ্টি ভেজা মুহূর্ত ভাইরাল