রাতারাতি সমস্ত সম্মান ধূলোয় মেশেতে বসেছিল, পরিবার নিয়ে কোন বিপদের মুখে পড়েছেন অমিতাভ?

বলিউডের বিগ বি বলতে যার নাম বোঝায় তিনি হলেন অমিতাভ বচ্চন। জীবনে লড়াই করে তিনি আজ সফল একজন অভিনেতা। কত অভিনেতা এলেন এবং বলিউড থেকে হারিয়ে গেলেন। কিন্তু অমিতাভ বচ্চন নিজের জায়গায় স্থির থেকেছেন ও লড়াই করে গিয়েছেন প্রতিকূল পরিস্থিতিতে। তার কথায় লড়াই ছাড়া সাফল্য সম্ভব নয়। আর এই কারণে তিনি আজও তার ভক্তদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক।

প্রতি প্রজন্মের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন তিনি। বলিউডের প্রবীণ অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চন একজন। কিন্তু জনপ্রিয়তায় তার এখনো ভাঁটা পড়েনি। প্রথম দিনের মতন জনপ্রিয় রয়েছেন তিনি। তবে একসময় তিনি ভুল করে বসেন। সেইসময় বুঝে উঠতে পারছিলেন না তিনি কী করবেন। তার পরিবার নিয়ে পথে বসার মতন অবস্থা তৈরি হয়। বন্ধ হয়ে যেতে থাকে অভিষেকের পড়াশোনা।

রাতের ঘুম চলে গিয়েছিল তার৷ কেরিয়ারের জনপ্রিয়তায় যখন তিনি শীর্ষে সেইসময় স্থির করেন তিনি প্রযোজনা সংস্থা খুলবেন। আর এরপর খুলে ফেলেন প্রযোজনা সংস্থা। কিন্তু তাতে লাভ না হয়ে, উল্টে ক্ষতি হয়ে যায় তার। তার যা ছিল তার সর্বস্ব ঢেলে দেন। এরফলে সঞ্চয় একেবারে তলানিতে এসে ঠেকে। সবটা শেষ হয়ে যায়।

কিন্তু অভিনেতা লড়াই থামাননি। তিনি প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েও লড়াই জারি রেখেছেন। সকলের কাছ থেকে ধার করে পরিস্থিতি স্বাভাবিক করেন। কিন্তু রাতারাতি তা শেষ হয়ে যায়৷ কীভাবে সব ঠিক করবেন তা কিছুতেই বুঝতে পারছিলেন না তিনি। ব্যাঙ্ক শূন্য এদিকে বাড়িতে পাওনাদারদের ভিড় লেগে থাকত। সেইসময় বাড়ির বাইরে বেরোতেন না অমিতাভ।

বাড়িতে লুকিয়ে বসে থাকতেন। আর সেইসময় তার কাছে আসে একটি প্রস্তাব। এই প্রতিকূল সময়ে অমিতাভ বচ্চনের পাশে এসে দাঁড়িয়েছিল জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সোনি এন্টারটেইনমেন্ট। তারা অমিতাভ বচ্চনকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের সঞ্চালক হওয়ার প্রস্তাব দেন। এর পাশাপাশি ‘মহব্বতে’ ছবির প্রস্তাব আসে অমিতাভের কাছে। ধীরে ধীরে আর্থিক অনটন দূর হয় অভিনেতার। কিন্তু সেইসময়টি এখনও ভোলেননি অভিনেতা।

আরও পড়ুন,
*‘হঠাৎ একদিন ফোন এল ভিডিও করে পাঠাও’, মুহূর্তে পাল্টে যায় শ্রুতির জীবন