দীর্ঘদিন পর দেশে ফিরলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা

দীর্ঘদিন পর দেশে ফিরলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ছেলে অকায়ের জন্মের পর এই নিয়ে দ্বিতীয় বার দেশে ফিরলেন তিনি। বুধবার রাতে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন অনুষ্কা। তাকে দেখেই মিডিয়া উৎসাহিত হয়ে পড়ে। সকলেই অভিনেত্রীর ছবি তুলতে উদ্যত হন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যায় ভক্ত ও অনুরাগীদের উদ্দেশ্যে অনুষ্কা নানান মন্তব্য করেন এবং শেষে হাত নাড়িয়ে সকলের উদ্দেশ্যে হেসে চলে যান গাড়িতে করে।

অভিনেত্রীকে এদিন একাই দেখা দিয়েছে বিমানবন্দরে। তার সঙ্গে তার স্বামী ও ছেলে মেয়ে কাউকেই দেখা যায়নি। ছেলের জন্মের পর বর্তমানে দেশে বসবাস করছেন না কোহলি দম্পতি। জানা যাচ্ছে বর্তমানে তারা পাকাপাকিভাবে লন্ডনে থাকছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লন্ডনে জন্ম নেয় অনুষ্কা ও বিরাটের দ্বিতীয় সন্তান। এরপর থেকে মেয়ে ভামিকা ও ছেলে অকায়কে নিয়ে ভারতীয় অনুরাগীদের মধ্যে উত্তেজনা কম নেই।

তবে কি এবার সত্যিই লন্ডনে থাকতে চলেছেন তারা? তবে অনুষ্কা যে খুব বেশিদিনের জন্য দেশে ফিরেছেন তা নয়। অল্প কিছুদিনের জন্য এসেছেন তা স্পষ্ট। অনুমান তিনি কোনো একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলেই এসেছেন। বুধবার রাতে অভিনেত্রীকে দেখা গিয়েছে খুব সাধারণ সাজে।

কালো রঙের টিশার্ট, ট্রাউজার, জ্যাকেটে দেখা গিয়েছে এদিন অভিনেত্রীকে। পরিপাটি করে বাঁধা রয়েছে চুল। এর আগে আইপিএল খেলার সময় বিরাট কোহলির একটি ম্যাচে যোগ দিতে দেশে ফিরেছিলেন অনুষ্কা। তবে অনুষ্কা ও বিরাট পাকাপাকিভাবে লন্ডনে থাকবেন কিনা তা জানা যায়নি।

তবে তা হলে অনুষ্কার বলিউডে অভিনয় নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা অস্পষ্ট। তাকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায়। এরপর ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করলেও সিনেমাটি কিছু সমস্যার জন্য ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি আটকে যায়। তবে আগামী দিনে অভিনয়ের ক্ষেত্রে অনুষ্কা অল্প কয়েকদিনের জন্য দেশে ফিরে শ্যুটিং করে ফের লন্ডন ফেরার মতন পরিকল্পনা করলে তা জানতে পারা সময়ের অপেক্ষা।

আরও পড়ুন,
*ব্যালকনি ধরে উঁকি দিচ্ছে শুভশ্রী-কন্যা ইয়ালিনি