কাশ্মীর ঘুরতে গিয়ে দুর্ঘটনা, ঝর্নার ছবি তোলার সময় পা পিছলে পড়ে মৃত্যু হুগলির বাসিন্দার

পৃথিবীর স্বর্গ বলা হয় কাশ্মীর কে । কাশ্মীরের সৌন্দর্য স্বর্গ কেউ হার মানায় এমনটাই আমরা সকলে জানি। কাশ্মীর মানে পৃথিবীতে স্বর্গর এক টুকরো। কাশ্মীরে প্রতিবছর প্রায় বহু পর্যটক বেড়াতে যান। আর এই কাশ্মীর বেড়াতে গিয়েই ঘটলো এক দুর্ঘটনা।

ব্যাক্তি টির বাড়ি হুগলি জেলার দাদপুর থানার মাকালপুর পঞ্চায়েতের বারোয়ারী তলায়। তার নাম দেবব্রত ঘোষ তিনি একজন বীজ বিক্রেতা। চাষের জন্য বিভিন্ন বীজ তিনি বিক্রি করেন।

গত রবিবার তিনি কাশ্মীর বেড়াতে যান এবং বৃহস্পতিবার দিন তিনি পহেলগাঁওয়ে ঝরনার সুন্দর দৃশ্য দেখে তিনি ক্যামেরাবন্দি করতে গিয়ে পা পিছলে পড়ে যান এবং পাথরের দ্বারা মাথায় চোট লাগে তারপর সেখানকার স্থানীয় বাসিন্দারা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

দেবব্রত ঘোষের পরিবারের রয়েছে তার বৃদ্ধ মা এবং বাবা তার অসুস্থ স্ত্রী কয়েদি নার্সিংহোম থেকে বাড়ি এসেছেন এবং তার দুই মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। তার মৃত্যুর খবর শুনে শোকাহত তার গ্রামবাসীরা। মাকালপুর পঞ্চায়েত প্রধান অঞ্জন সিংহ রায় বলেন দেবব্রত একজন বীজ ব্যবসায়ী। শিবাইচন্ডী স্টেশনের কাছে দেবব্রত শস্য বীজ বিক্রি করে।

পঞ্চায়েত প্রধান বলেন মৃতদেহ খুব শীঘ্রই তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে তার জন্য যত রকম ফর্মালিটি করতে হয়। সব করা হচ্ছে। এলাকায় খুবই পরিচিত একজন ব্যবসায়ী তিনি মাঝেমধ্যেই ধনিয়াখালীর অসীম পাত্রের সঙ্গে যোগাযোগ ছিল।পোলবা-দাদপুর ব্লক প্রশাসন থেকে দেবব্রতর পাশে থাকার মেল করা হয়েছে। শুক্রবারে গভীর রাতে দমদম বন্দরে আনা হবেকফিন বন্দী দেবব্রত মৃতদেহকে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক