বাংলা আবাস যোজনার সমীক্ষা শেষ, টাকা ছাড়ার তোরজোর রাজ্য সরকারের

কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল রাজ্যের মানুষ যারা আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হবেন তাদের রাজ্য সরকারের তরফে ঘর তৈরি করার অর্থ প্রদান করা হবে। কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা রাজ্য সরকারকে দিচ্ছে না এই ইস্যু লোকসভা নির্বাচনেও কাজে লাগিয়েছে শাসক দল। আর সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকারের তরফে সেই টাকা দেওয়া হবে।

আপাতত সেই সমীক্ষার কাজ শেষ হয়েছে। প্রথম লক্ষ্য ছিল সমীক্ষার কাজ শেষ করা হবে ১৪ই নভেম্বর সমীক্ষা শেষ করতে আরও ৪ দিন সময় বেশি লাগে। অর্থাৎ গত ১৮ই নভেম্বর সমীক্ষার কাজ শেষ হয়েছে। বর্তমানে তালিকা প্রস্তুত করার কাজ চলছে। এর ফলে উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ আরও তিন দিন পিছিয়ে গেলো।

জানা গিয়েছে, রাজ্যের চূড়ান্ত তালিকা তৈরি হলেই আবাস যোজনার টাকা ছাড়া হবে। এই টাকা প্রথম ছাড়া শুরু হবে পঞ্চায়েত দফতরে। এর আগে ২০ ডিসেম্বর ছিল টাকা দেওয়ার সময়সীমা। সমীক্ষার জন্য ৪ দিন সময় বেশি লাগার কারণে টাকা দেওয়ার সময়সীমা ২৩শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সেই নির্দেশ ইতিমধ্যে জেলাপ্রশাসনের কাছে পৌঁছে গিয়েছে।

এদিকে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার আবাস যোজনার হাজার হাজার কোটি টাকা নয়ছয় করেছে। এই কারণে কেন্দ্রের তরফে টাকা দেওয়া বন্ধ রাখা হয়েছে। এদিকে রাজ্য সরকারের দাবি ছিল, কেন্দ্র সরকার রাজ্যকে আবাস যোজনার এাকা না দিয়ে বঞ্চনা করছে। এই মর্মে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন।

এর পাশাপাশি দিল্লিতে গিয়ে এই ইস্যুতে আন্দোলন করতে দেখা গিয়েছে শাসক দলকে। কিন্তু তারপরেও পরিস্থিতির বদল ঘটেনি৷ আর এরপরই শাসক দলের তরফে ঘোষণা করা হয় কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দিলে সেই টাকা উপভোক্তাদের দেবে রাজ্য সরকার। গ্রামসভা, ব্লকস্তর, জেলাস্তর এই তিন পর্যায়ে টাকা দেবে রাজ্য সরকার। ২৯শে নভেম্বর থেকে ৬ই ডিসেম্বরের মধ্যে তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।