হলুদ শাড়িতে মোহময়ী ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’এর ‘নন্দিনী’!..দেখুন ছবি

এবার হলুদ শাড়িতে ভক্তদের বুকে ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী! তাকে দেখার পর চোখ সরাতে পারছেন না অনুরাগীরা, এমনটাই মতামত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়ায় যতটা সক্রিয় থাকা দরকার ঠিক ততটাই সক্রিয় থাকেন এই অভিনেত্রী।

কখনোই নিজের ব্যক্তিগত জীবনের অতিরিক্ত বিষয় তাকে প্রকাশ করতে দেখা যায় না সর্বসমক্ষে। এই বিষয়টি বেশ পছন্দ করেন ভক্তরা। তবে তার ঝলক থেকে বঞ্চিত রাখেন না সকলকে। তাইতো মাঝেমধ্যেই সকলের সাথে ভাগ করে নেন বিভিন্ন ফটোশ্যুট বা অন্যান্য মুহূর্তের ছবি।

সম্প্রতি সেরকমই একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন তিনি। যেখানে দেখা যায় গাছপালার মধ্যে দাঁড়িয়ে একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন মিমি। পরনে রয়েছে হলুদ রঙের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ। খোলা চুল, মানানসই গয়নায় ভীষণই আকর্ষণীয় লাগছিল তাকে দেখতে।

আরও পড়ুন,পশ্চিমবঙ্গে প্রথম আইটি হাব! কর্মসংস্থান হতে পারে ৫০০০, জানালেন মুখ্যমন্ত্রী

যে জায়গায় দাঁড়িয়ে তিনি ফটোশ্যুট করিয়েছেন সেটা সকলের চেনা। চারিদিকে যেখানে বহুতল বাড়িতে আকাশ ঢেকে গিয়েছে সেখানে তিনি গাছপালায় মুড়ে রেখেছেন তার বাড়িটিকে। সেখানে দাঁড়িয়েই এই ছবিগুলো তুলতে দেখা গিয়েছে মিমিকে। যা বেশ পছন্দ করেছেন অনুগামীরা।

অন্যদিকে যদি আমরা তার কাজ দেখি তাহলে সবেমাত্র তিনি ফিরে এসেছেন পাহাড় থেকে। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’এর শ্যুটিংয়ে কদিনের জন্য উত্তরবঙ্গ গিয়েছিলেন তিনি। এই বিষয়ে জানিয়েছিলেন এবারের বড়দিনে তিনি সকলকে নিয়ে যাবেন ভূতের হোটেলে। ‘উইন্ডোজ প্রোডাকশন’ এই সিনেমাটি তৈরি করতে চলেছে। যেখানে তাকে ছাড়াও দেখা যাবে বনি সেনগুপ্তকে।

error: Content is protected !!