Janhvi Kapoor: জন্মাষ্টমীতে ‘ভারতমাতার জয়’ ধ্বনি দিতেই ধেয়ে আসে কটাক্ষ! কড়া জবাব জাহ্নবীর

Janhvi Kapoor: জন্মাষ্টমী উপলক্ষে হাঁড়ি ভাঙা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কপূর। জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়ে ‘ভারত মাতা কি জয়’ রব তুলতেই রীতিমতো ধেয়ে আসে কটাক্ষ। জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবসের মধ্যে পার্থক্য কি জানা নেই জাহ্নবীর? এমনটাই প্রশ্ন ওঠে এসেছিলো, সম্প্রতি তারই জবাব দিলেন জাহ্নবী কপূর।

এবছর ‘দহি হান্ডি’ উৎসবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। গত শনিবার মুম্বইয়ের ঘটকোপারে এই অনুষ্ঠানটি ছিল। সমাজমাধ্যমে সেই অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, জন্মাষ্টমী উপলক্ষে দইয়ের হাঁড়ি ভাঙছেন সকলের প্রিয় অভিনেত্রী জাহ্নবী।

হাঁড়ি ভাঙতে ভাঙতে কৃষ্ণনামের বদলে জাহ্নবীর কণ্ঠে ‘ভারতমাতার জয়’ ধ্বনি শোনা যায়। এই দেখেই অবাক হয়ে যান একাংশ নেটিজেন।

কটাক্ষ শুনেই অভিনেত্রী জাহ্নবী নিজেই সমাজমাধ্যমে পাল্টা জবাব দেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার পুরো ভিডিয়োটি ভাগ করে নেন। সেই সঙ্গে অভিনেত্রী লেখেন, “শুধু জন্মাষ্টমীর দিন নয়। রোজ বলব, ‘ভারতমাতার জয়।’” জাহ্নবীর এই উত্তরে সন্তুষ্ট তাঁর অনুরাগীরা।

জাহ্নবী এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘পরম সুন্দরী’ নিয়েই ব্যস্ত আছেন। সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

error: Content is protected !!