ঘোড়ায় চড়ে কলকাতার রাস্তায় ‘দেবী চৌধুরানী’ প্রচার সারলেন প্রসেনজিৎ চ্যাটার্জি শুরু থেকে শুরু করে শ্রাবন্তী চ্যাটার্জীরা। এদিন রাস্তায় ভীড় ছিল চোখে পড়ার মতোন। প্রিয় তারকাদের আগামী সিনেমার প্রচারে পা মিলিয়েছিলেন ভক্তরাও। এই যাত্রার নাম দেওয়া হয় ‘জয় ভৈরবী যাত্রা’।
যেখানে ঘোড়ায় চড়ে সকলের সাথে চলতে শুরু করেন শ্রাবন্তী, প্রসেনজিৎ এবং অন্যান্যরা। প্রসেনজিৎকে দেখা যায় লাল পাঞ্জাবি ও ধুতি পরিহিত অবস্থায়। অন্যদিকে শ্রাবন্তী শাড়ি পরেই ঘোড়ায় চড়েছিলেন। বেশ খানিকটা হেঁটে প্রচার চালানোর পর তারা একটি অনুষ্ঠানের মঞ্চে সমবেত হন।
একদিকে যেমন দেব ও তার টিম ‘রঘু ডাকাত’এর প্রমোশনে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। সেরকমই এবার তাদের টেক্কা দিতে রাস্তায় নেমেছেন প্রসেনজিৎ, শ্রাবন্তীরা। এক কথায় বলতে গেলে জোরকদমে শুরু হয়েছে এই দুই সিনেমার প্রচার। পূজোতেই দুটি সিনেমা মুক্তি পেতে চলেছে।
যার ফলে এটা স্পষ্ট বেশ জোরদার লড়াই হবে সিনেমা দুটোর মধ্যে। দর্শকেরা কোন দিকের পাল্লা ভারী করেন সেটাই এখন দেখার অপেক্ষা। উল্লেখযোগ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী ‘দেবী চৌধুরানী’ নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।
এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ, সব্যসাচী, অর্জুন, দর্শনা বনিক প্রমুখরা। অন্যদিকে ‘রঘু ডাকাত’ও ঐতিহাসিক কাহিনী নিয়ে তৈরি হয়েছে। যেখানে অভিনয় করেছেন দেব, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার। বর্তমানে এই ধরনের সিনেমাগুলি বেশি পছন্দ করছেন দর্শকেরা। যে বিষয়টিকেই মাথায় রেখে পরিচালকেরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।