কলকাতার রাস্তায় এখনও টিকে আছে শহরের এক প্রাচীন ঐতিহ্য— হাতে টানা রিকশা। উত্তর কলকাতার সরু গলি, কলেজ স্ট্রিট, বউবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ কিংবা শ্যামপুকুর— পুরনো শহরের চিত্র আজও অসম্পূর্ণ এই রিকশা ছাড়া। এক সময় ট্রাম, হলুদ ট্যাক্সি আর হাতে টানা রিকশা ছিল কলকাতার পরিচয়ের মূল প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ট্রাম হারিয়ে যাচ্ছে, হলুদ ট্যাক্সির জায়গা নিয়েছে অ্যাপ ক্যাব, আর হাতে টানা রিকশা এখন দাঁড়িয়ে আছে অস্তিত্বের শেষ প্রান্তে।
এই কঠিন পরিস্থিতিতেই এবার সংগঠিতভাবে সরকারের কাছে আবেদন জানালেন রিকশাচালকরা। সম্প্রতি ‘অল বেঙ্গল রিকশা ইউনিয়ন’ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে এক চিঠি পাঠিয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে— হাতে টানা রিকশা আর টিকিয়ে রাখা সম্ভব নয়। সংগঠনের দাবি, বিকল্প জীবিকা, সুরক্ষিত আয়ের উৎস এবং সম্মানের সঙ্গে বাঁচার মতো পরিবেশের দাবি তাঁদের ন্যায্য অধিকার। তাই এই সংকটে নবান্নের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।
খবর
KTM ইলেকট্রিক সাইকেল ২০২৫: স্টাইল, শক্তি ও স্থায়িত্বের নিখুঁত সংমিশ্রণ
চিঠিতে জানানো হয়েছে, বর্তমানে কলকাতা শহরে প্রায় ছয় হাজার রিকশাচালক এখনও এই পেশায় যুক্ত। যদিও হাতে টানা রিকশার লাইসেন্স বহু আগেই বাতিল হয়েছে, তবুও অন্য কোনও স্থায়ী আয়ের পথ না থাকায় বাধ্য হয়েই তাঁরা আজও কাঁধে রিকশা টানছেন।
সংগঠনের অভিযোগ, বহুবার ই-রিকশা চালুর কথা উঠলেও তা কেবল আলোচনার স্তরেই আটকে আছে। বাস্তবে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। অথচ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকারকে হাতে টানা রিকশাকে ধাপে ধাপে ই-রিকশায় রূপান্তরের নির্দেশ দিয়েছে। সেই উদাহরণ টেনে পশ্চিমবঙ্গ সরকারকেও একই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
খবর
শুক্রবার জাডেজার জন্য দিনটি ছিল অন্যরকম, গুজরাটের মন্ত্রী পদে জায়গা পেলেন রিভাবা
রিকশাচালকদের বক্তব্য, তাঁদের জীবনে নেই সামাজিক নিরাপত্তা, পেনশন বা চিকিৎসা সহায়তা। অনেকেই দিনের বেলায় যাত্রী না পেয়ে গলির মোড়ে বসে থাকেন, আর রাত নামলে ফুটপাতে বস্তা জড়িয়ে ঘুমিয়ে পড়েন। শহরতলি থেকে আসা বহু রিকশাচালক জানিয়েছেন, এখনকার রোজগারে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। ফলে তাঁরা বিকল্প জীবিকার পথ খুঁজছেন।
জীবনযাপন
Bhai Phonta 2025: ২৩ অক্টোবর ভাইফোঁটা, শুভ সময় মাত্র ২ ঘন্টা, তার বাইরে ফোটা দিলে বিপদ
আজ কলকাতার রাস্তায় ছুটছে মেট্রো, ফ্লাইওভার, ইলেকট্রিক বাস, অ্যাপ ক্যাব— শহর এগোচ্ছে আধুনিকতার পথে। কিন্তু এই পরিবর্তনের স্রোতে হারিয়ে যেতে বসেছে শহরের পুরনো স্পন্দন, হাতে টানা রিকশার কড়কড় শব্দ। এখন দেখার, সরকারের হস্তক্ষেপে কি নতুন জীবন পায় এই প্রাচীন ঐতিহ্য, নাকি শহরের ইতিহাসে মিশে যায় কলকাতার এই মানবচালিত যান।
বিনোদন
Yalini: মায়ের উঁচু হিল পরে অবলীলায় হেঁটে চলেছে ইয়ালিনী! কপালে চোখ শুভশ্রীর
#হাতে_টানা_রিকশা #কলকাতা #রিকশাচালক #অল_বেঙ্গল_রিকশা_ইউনিয়ন #নবান্ন #ইরিকশা #কলকাতার_ঐতিহ্য #KolkataNews #WestBengal #CityHeritage