১১,০০,০০,০০০ টাকা পাচ্ছেন কে? আজ রাতেই ফলাফল ঘোষণা পঞ্জাব দিওয়ালি বাম্পার ২০২৫

আজ রাত ৮টায় প্রকাশিত হবে পঞ্জাব দিওয়ালি বাম্পার লটারি ২০২৫-এর ফলাফল। প্রথম পুরস্কার ₹১১ কোটি। অনলাইনেও জানা যাবে লাকি ড্র-এর সম্পূর্ণ রেজাল্ট।

দেওয়ালির উৎসবের আবহে সারা দেশজুড়ে চলছে ধামাকা– আতশবাজি থেকে শুরু করে অর্থ পুরস্কারের লোভনীয় অফার। সেই তালিকায় সবচেয়ে আকর্ষণীয় আয়োজনগুলির অন্যতম হল পঞ্জাব দিওয়ালি বাম্পার লটারি ২০২৫। বহু মানুষের ভাগ্য বদলের আশায় অপেক্ষা আজ শেষ হচ্ছে। কারণ আজ, শুক্রবার রাত ৮টায় লুধিয়ানার ক্যাম্প অফিসে ঘোষণা করা হবে এই বিশাল লটারির ফলাফল।

অনলাইনে সরাসরি ফল জানার সুযোগ থাকায় ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। কে জিতবেন প্রথম পুরস্কারের ₹১১ কোটি টাকার মেগা জ্যাকপট— তা জানতে অপেক্ষা গোটা দেশের লটারি অনুরাগীদের।

পুরস্কারের কাঠামো

১ম পুরস্কার: ₹১১,০০,০০,০০০ (১ জন বিজয়ী)

২য় পুরস্কার: ₹১,০০,০০,০০০ (৩ জন)

৩য় পুরস্কার: ₹৫০,০০,০০০ (৩ জন)

৪র্থ পুরস্কার: ₹১০,০০,০০০ (৯ জন)

৫ম পুরস্কার: ₹৫,০০,০০০ (৯ জন)

৬ষ্ঠ পুরস্কার: ₹৯,০০০ (২,৪০০ জন)

৭ম পুরস্কার: ₹৭,০০০ (২,৪০০ জন)

মোট পুরস্কারের পরিমাণ দাঁড়িয়েছে ₹৩৬,১৪,৭০,০০০— যা এ বছরের অন্যতম বৃহত্তম লটারি পুরস্কার তহবিল।

কিভাবে নির্ধারণ হবে ফলাফল?

আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে লাকি ড্র। ড্র সম্পূর্ণভাবে সরকারি নিয়ম মেনে করা হবে। ড্র শেষ হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই অনলাইনে প্রকাশিত হবে ফলাফল। লুথিয়ানা ক্যাম্প অফিসেও সরাসরি দেখা যাবে ড্র প্রক্রিয়া।

দেওয়ালির বিশেষ দিনে এই লটারি আয়োজন বরাবরই পঞ্জাব রাজ্যে অত্যন্ত জনপ্রিয়। বিপুল পরিমাণ পুরস্কার থাকায় প্রতি বছর অসংখ্য মানুষ টিকিট কেনেন।
এ বছরের সৌভাগ্যবান কে— তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

FAQ

1. পঞ্জাব দিওয়ালি বাম্পার ২০২৫-এর ফল কখন ঘোষণা হবে?
→ আজ রাত ৮টায়।

2. কোথায় অনুষ্ঠিত হবে লাকি ড্র?
→ লুধিয়ানা ক্যাম্প অফিসে।

3. অনলাইনে কি রেজাল্ট দেখা যাবে?
→ হ্যাঁ, অফিসিয়াল ওয়েবসাইটে।

4. প্রথম পুরস্কারের অর্থ কত?
→ ₹১১ কোটি।

5. প্রথম পুরস্কার কতজন পাবেন?
→ মাত্র ১ জন।

6. দ্বিতীয় পুরস্কার কত টাকা?
→ ₹১ কোটি।

7. দ্বিতীয় পুরস্কার কতজন পাবেন?
→ ৩ জন।

8. তৃতীয় পুরস্কার কত টাকার?
→ ₹৫০ লক্ষ।

9. চতুর্থ পুরস্কার ক’জন পাবেন?
→ ৯ জন।

10. পঞ্চম পুরস্কার কত?
→ ₹৫ লক্ষ।

11. ষষ্ঠ পুরস্কার কতজন পাবেন?
→ ২,৪০০ জন।

12. সপ্তম পুরস্কারের সংখ্যা কত?
→ ২,৪০০ জন।

13. মোট পুরস্কার তহবিল কত?
→ ₹৩৬,১৪,৭০,০০০।

14. ড্র কোন দিনে হচ্ছে?
→ শুক্রবার, ৩১ অক্টোবর।

15. ড্র কি সরকারি তত্ত্বাবধানে হয়?
→ হ্যাঁ।

16. কীভাবে বিজয়ী যাচাই করা হয়?
→ বৈধ টিকিট নম্বর মিলিয়ে।

17. পুরস্কারের দাবি কীভাবে করতে হয়?
→ অফিসিয়াল লটারি ডিপার্টমেন্টে আবেদন করে।

18. বিজেতাদের পরিচয় কি প্রকাশ করা হয়?
→ সাধারণত টিকিট নম্বর ও নাম প্রকাশ করা হয়।

19. অনলাইনে কি টিকিট কেনা যায়?
→ সরকারি নিয়ম অনুযায়ী অফলাইন কিনতে হয়।

20. রেজাল্ট কি একই রাতে পাওয়া যাবে?
→ হ্যাঁ।

21. লাকি ড্র কোথায় সম্প্রচার হয়?
→ অফিসিয়াল ওয়েবসাইটে।

22. টিকিটের দাম কত ছিল?
→ সরকার নির্ধারিত মূল্য (বছরভেদে পরিবর্তিত)।

23. পুরস্কার পাওয়ার জন্য কি ডকুমেন্ট লাগে?
→ আইডি প্রুফ, টিকিটের মূল কপি।

24. পুরস্কারের অর্থ কি ট্যাক্স কাটার পরে দেওয়া হয়?
→ হ্যাঁ, TDS কাটা হয়।

25. অপ্রাপ্তবয়স্ক কি লটারি কিনতে পারে?
→ না।

26. হারানো টিকিট কি গ্রহণযোগ্য?
→ না, মূল টিকিট আবশ্যক।

27. ড্র কি লাইভ দেখা যায়?
→ হ্যাঁ।

28. বিজয়ী হতে টিকিট নম্বর কোথায় মিলবে?
→ অফিসিয়াল রেজাল্ট তালিকায়।

29. পঞ্জাব দিওয়ালি বাম্পার কত বছর ধরে হচ্ছে?
→ বহু বছর ধরে নিয়মিত আয়োজন।

30. এটি কি ভারতের বৃহত্তম লটারি?
→ অন্যতম বৃহত্তম দিওয়ালি বাম্পার লটারি।

আরও পড়ুন
বিরাট পদক্ষেপ ! এক ধাক্কায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন

#PunjabLottery #DiwaliBumper2025 #LotteryResults

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক