বন্ধুদের কাছে আইবুড়োভাত খেলেন কাঞ্চন-শ্রীময়ী Sangbad Bhavan
Kanchan Mallick marriage: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই সমস্ত রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধবেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান পর্ব। সম্প্রতি বন্ধুদের কাছ থেকে প্রথম আইবুড়োভাত খেলেন এই যুগল।
তারই ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। দুপুরে আইবুড়োভাত খাওয়ার পর রাতে চলেছে ব্যাচেলর পার্টি। এই বিষয়ে শ্রীময়ী বলেন, ‘স্কুল-কলেজের সময় কোচিং করতাম। তাদের মাধ্যমেই আমাদের আইবুড়োভাত খাওয়া শুরু হলো। এখন আমার থেকেও কাঞ্চনকে বেশি পছন্দ করছে বন্ধুরা। সারা দুপুর ধরে হই-হুল্লোড়ে মেতেছিল ওরা আমাদের নিয়ে।’
কাঞ্চন-শ্রীময়ীর আইবুড়োভাতের আয়োজন হয়েছিল কোথায়?
দক্ষিণ কলকাতার একটি নামী রেস্তোরাঁয় তাদের আইবুড়োভাতের আয়োজন করা হয়েছিল। এদিন অভিনেত্রীকে দেখা যায় সাদা শার্ট এবং জিন্স পরিহিত অবস্থায়। অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল লাল শার্ট। প্রদীপ, ফুল সব কিছু দিয়েই তাদের আইবুড়োভাতের সমস্ত নিয়ম পালন করা হয়েছে।
কাঞ্চন-শ্রীময়ীর আইবুড়োভাতের রাজকীয় ব্যাপার
আর এদিন খাবারে তালিকাতেও ছিল রাজকীয় ব্যাপার। বাসন্তী পোলাও, লুচি, ভাজা, মাছ, মাংস, পাতুরি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি থেকে শুরু করে পায়েস সবই ছিল সেই তালিকায়। আর উপহার হিসেবে তারা পেয়েছেন বিভিন্ন ব্র্যান্ডের পোশাক থেকে শুরু করে দামী সুগন্ধি। উচ্ছ্বসিত শ্রীময়ী বলেন, ‘ওরা ভীষণ খুশি। বিয়েতে দারুণ আনন্দ করবে বলে পরিকল্পনা করেছে।’
অন্যদিকে রাতে কাঞ্চনের বাড়িতেও পার্টির আয়োজন করা হয়েছিল। নাচ, গানে রীতিমতো আসর জমে গিয়েছিল। অভিনেত্রী জানান তার এক বন্ধু খুবই ভালো গান গাইতে পারেন যিনি লন্ডন থেকে এসেছেন। অন্যদিকে বুধবার থেকে ছুটি শ্রীময়ীর। আপাতত বিয়ের তোরজোড়ে মেতে উঠেছেন অভিনেত্রী।