মেয়েদের শরীরে এই লক্ষণ থাকলে প্রেমে ভীষণ চতুর! – Sangbad Bhavan
মানুষের জীবনে প্রেম আসে একাধিকবার। কারোর জীবনে একবারই আসে এবং সেই হয় চিরদিনের সুখ দুঃখের সাথী। তবে মানুষের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি পর্যবেক্ষণ করলে বোঝা যায় তার প্রেমের প্রতি দৃষ্টিভঙ্গি আচরণ। সমুদ্র শাস্ত্র মতে এমনটাই বলা হয়েছে মানুষের ক্ষেত্রে। তবে কি লক্ষণ দেখে বুঝবেন যে ছেলেটি বা মেয়েটি প্রেমে চতুর।
চোখ
– চোখকে বলা হয় আত্মার জানালা। যাদের বড়, স্পষ্ট ও আকর্ষণীয় চোখ থাকে তারা বেশ চতুর হন প্রেমের ক্ষেত্রে। যাদের দৃঢ় দৃষ্টি তারাও প্রেমের ক্ষেত্রে চতুর হন।
মুখের আকৃতি
লম্বাটে – যাদের মুখের আকার লম্বাটে তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। সঠিক সময়ে তারা সঠিক পদক্ষেপ নিতে পারেন। এর পাশাপাশি এসব ব্যক্তিরা বুদ্ধিমান হন।
গোলাকার – গোলাকার মুখের মানুষেরা খুগ সহজেই অন্যের মন জয় করে নিতে পারেন। এরা প্রেমের ক্ষেত্রে বেশ মজাদার হন।
চৌকো – এরা প্রেমের ক্ষেত্রে বেশ নির্ভরযোগ্য ও স্থিতিশীল। দীর্ঘদিন প্রেমের জন্য এরা আদর্শ।
গালে টোল – গালে টোল পড়া মানুষ জমিয়ে প্রেম করতে পারেন তবে তাদের সঙ্গী সম্পর্কে অবিচল না থাকলে এরা অন্য কারোর প্রেমে পড়ে যেতে পারেন।
ঠোঁট
মোটা ঠোঁট – এই ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে লুকোচুরি করেন না। তারা সবকিছু প্রকাশ্যে বলে দেন। এর পাশাপাশি তারা প্রেমে হাবুডুবু খেয়ে ভুল সিদ্ধান্ত নেন।
পাতলা ও স্পষ্ট রেখাযুক্ত ঠোঁট – এরা সহজে সঙ্গীর মন জয় করতে পারেন। এর পাশাপাশি তারা প্রেমের ক্ষেত্রে বেশ কূটনীতিবিদের মতো আচরণ করেন।
গলা
–
ছোটো গলা – এমন ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে আবেগঘন হন। তারা দ্রুত প্রেমে পড়েন।
লম্বা গলা – এই সমস্ত ব্যক্তিরা প্রেমে পড়ার আগে চিন্তাভাবনা করেন। প্রেমের ক্ষেত্রে এরা স্বাধীনচেতা হন।
আঙুল
–
ছোটো আঙুল – এমন ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে বেশ বাস্তববাদী হন। আবেগের মাধ্যমে তারা হঠাৎ করে প্রেমে পড়েন না।
লম্বা আঙুল – প্রেমের ক্ষেত্রে এরা বেশ রোম্যান্টিক ও সৃজনশীল হন।
চলার ধরন
–
লাজুক, ধীরে হাঁটার ধরন – এরা সম্পর্কে বেশ লাজুক মনোভাব রেখে চলে। এর জন্য অনেকেই এদের প্রতি আকৃষ্ট হন।
আত্মবিশ্বাসী চলার ধরন – এমন ব্যক্তিরা সহজেই অন্যের মন জয় করে নিতে পারে ও সম্পর্কে এরা বেশ মজাদার মানুষ হন।
আরও পড়ুন,
*AC ঠান্ডা করছে না? এই কাজ করলেই হু হু করে বেরোবে কুল কুল হাওয়া
*দোকানের স্বাদে ৫ মিনিটে বাড়িতে বানিয়ে ফেলুন লস্যি