জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বৃষ রাশিতে গমন হতে চলেছে বৃহস্পতি ও শুক্র গ্রহের। আর এই গমনের ফলে তিনটি রাশির জাতকের উপর প্রভাব পড়বে। সেই তিনটি রাশি আলোচনা রইল আজকের প্রতিবেদনে।
সিংহ রাশি – বৃষ রাশিতে বৃহস্পতি ও শুক্র গ্রহের গমনের ফলে সিংহ রাশির জাতকেরা উপকৃত হবেন। চাকরিতে পদোন্নতি আসবে এবং আর্থির সচ্ছলতা তৈরি হবে। সমস্ত কাজে সাফল্য পাবেন।
বৃষ রাশি – দু’টি গ্রহের বৃষ রাশিতে গমনে বৃষ রাশির জাতকদের সুবিধা মিলবে। তারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। তাদের দাম্পত্য জীবন হবে মধুন ও আর্থিক উন্নতি হবে। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে এবং ব্যবসায়ীরা লাভবান হবেন।
মেষ রাশি – বৃহস্পতি ও শুক্র গ্রহের বৃষ রাশিতে গমন হতে চলেছে। এর ফলে শুভ দিনের উদয় হতে চলেছে মেষ রাশির জাতকদের। তারা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। কাজের জায়গায় সাফল্য পাবেন। যারা ব্যবসায়ী তাদের জন্য ভালো সময় কাটবে।
আরও পড়ুন,
*ফ্যান চালিয়েও বৈদ্যুতিক বিল কম আসবে, জানুন উপায়
*যৌবন ঘোড়ার মত শক্তিশালী করে দেয় তরমুজ খোসা, জানুন, খাবেন কি ভাবে