Abir will touch Radhamadhava of hard stone, Kanchan-Shreemoyee will also chant the name.

বিয়ের পর তার প্রথম দোল! কী কী পরিকল্পনা রয়েছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের? সে বিষয়েই তাকে প্রশ্ন করা হয়েছিল সংবাদমাধ্যমের তরফ থেকে। সম্প্রতি সেই উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন দোল এবং হোলির দিন কীভাবে কাটাবেন তারা। ২৪শে মার্চ তাকে ফোন করা হয়েছিল সংবাদমাধ্যমের তরফ থেকে।

তিনি বলেন, ‘আজ ২৪শে মার্চ, রবিবার, আজই তো পূর্ণিমা লেগে গেছে। আর আমি এখন মায়ের কাছে এসেছি, হাতিবাগানের বাড়িতে। কাঞ্চনও প্রচার সেরে এই মাত্র ঢুকলো। মায়ের এখানে আজ সত্যনারায়ণ পুজো হবে। ওই যে বিয়ের পর প্রথম যে সত্যনারায়ণ পুজো রাখা হয় সেটাই।’

এরপরে আবার শ্বশুরবাড়িতে যাবেন তিনি। সেখানে গিয়ে তার কষ্টিপাথরের রাধামাধবকে আবীর ছোঁয়াবেন। তারপরেই দোল খেলতে পারবেন তারা। এই বিষয়ে তিনি বলেন, ‘রাধামাধবকে ভালো করে আবীর মাখিয়ে, গঙ্গাজল-গোলাপ জল, ঘি, মধু দিয়ে স্নান করাতে হবে। নতুন জামাকাপড় পরানো হবে।’

এরপর ওই বাড়িতে যজ্ঞ হবে। সিন্নি প্রসাদ হবে বলেও জানিয়েছেন তিনি। সাথে আবার সংকীর্তন রাখা হয়েছে। আত্মীয়দের উপস্থিতিতে সেই সংকীর্তন হবে। এরপর ২৫ শে মার্চ অর্থাৎ সোমবারে কী কী পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে।

তিনি বলেন, ‘বাড়ির ছাদে রং খেলবো। আমি আবীর খেলি। কারণ রঙে আমার অ্যালার্জি আছে। এরপর বাড়িতে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে। পুরোটাই হবে আমার-কাঞ্চনের বাড়িতে। দাদা-বউদি, ভাসুর-জা, আমার বোন, ওর ছোট্ট বাচ্চা লসকলে আসবে। আমার সবাই মিলে গানবাজনা করবো, আড্ডা দেবো। বাড়ি পুরো জমজমাট থাকবে। এক কথায় হাউস পার্টি বলতে পারেন।’