‘আত্মা’র শান্তি কামনা করে স্ত্রী’কে আগাম শোকবার্তা! ৩ দিন পর খুনের অভিযোগ স্বামী বিজয়ের বিরুদ্ধে। গত সোমবার স্ত্রীকে আগাম শোকবার্তা পাঠিয়েছে বিজয়। এর পর বৃহস্পতিবার স্ত্রী বিদ্যাকে খুনের অভিযোগ উঠেছে স্বামী বিজয়ের বিরুদ্ধে।
স্ত্রীর সাথে অশান্তির শেষ নেই, তাই স্ত্রী বিদ্যা শশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান। গত সোমবার বিজয় স্ত্রী বিদ্যাকে তাঁর আত্মার শান্তি কামনা করে হোয়াট্সঅ্যাপে আগাম শোক বার্তা পাঠান। আর তার ঠিক ৩ দিন পর বৃহস্পতিবাড় বিজয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ!
