মালাইকার পরিবারে শোকের ছায়া, ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন অনিল আরোরা

Malaika Arora Father: বুধবারে হঠাৎ সংবাদ এলো। গত মালাইকা অরোরার পিতা। ANI সূত্রে সংবাদ পাওয়া যায় ছাদ থেকে লাফ দিয়ে প্রাণ হারায় অনিল আরোরা। মুম্বাইয়ের বান্দ্রায় এই ঘটনাটি ঘটে। এক মুহূর্তে সেখানে পৌঁছে যায় মালাইকা অরোরার আগের স্বামী অরবাজ খান।

পুলিশের থেকে সংবাদ জানা যায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারায়। বাড়ির বাইরে বেশ কিছু পুলিশের সাথে অরবাজ খানকে সেদিন সকালেই দেখা গিয়েছিল। যদিও এই আলোচনায় মুখ খোলেনি মালাইকা আরোরা।

সেদিন সকালে এই দুঃখ শোচনীয় সংবাদ সম্মুখে আসে। আজকে অনিল আরোরা মৃতদেহ পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয়েছে বলেই সংবাদ জানাজায়। সবার প্রথম খবর পেয়ে এই উপস্থিত হয়েছিল আরবাজ খান।

বর্তমানে পুলিশ এই বিষয় নিয়ে তদন্ত করছে। এটা কোন আত্মহত্যা নাকি হঠাৎ ঘটে যাওয়া কোন দুর্ঘটনা ওই বিষয়েও তদন্ত করছে পুলিশ। এরমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে মালাইকা অরোরার বাড়ির সামনের চিত্র।

error: Content is protected !!