সিএবি-এর পক্ষ থেকে সেরা ক্রিকেটার পুরস্কার পেতে চলেছেন অনুষ্টুপ, জীবনকৃতি সম্মান পাবেন প্রণব

kmc 20240904 143835 ftvo90FA3a

এবছর সিএবি-এর পক্ষ থেকে সেরা ক্রিকেটার পুরস্কার পেতে চলেছে অনুষ্টুপ মজুমদার। গতবার তার ভালো সম্পাদন করার জন্য এবছর পুরস্কৃত করা হচ্ছে তাকে। জীবনকৃতি সম্মান দেওয়া হচ্ছে প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার নির্বাচক প্রণব রায়কে।

এই সময় কলকাতা ক্লাব ক্রিকেটার কালীঘাটে খুব ভালো করে টিম তৈরি করেছে। কালীঘাটের পক্ষ থেকে খেলতে দেখা যাবে তারকা ত্রয়ীকে। আগেরবার খেলেছে অনুষ্টুপ মজুমদার। এই বছর স্বাক্ষর করলেন মনোজ তিওয়ারি ও ঋদ্ধিমান সাহা।

সংঘের ক্রিকেটে ত্রয়ীকে আবার একই টিমের হয়ে খেলতে দেখা যাবে। বাংলার হয়ে মনোজ তিওয়ারি আর খেলবেন না, বলে আগেই জানিয়েছিলেন। কিন্তু অনুষ্টুপ ঋদ্ধিমান বাংলার হয়ে খেলা খেলে যাবেন। বাংলার পোশাক পরিধান করে তাদের সাথে খেলতে দেখা যাবে না। কিন্তু কালীঘাট সংঘ সেই মনস্কামনা পূরণ করে দিল।

কালীঘাট সংঘের সম্পাদক জানান, শনিবারে আনুষ্ঠানিকভাবে তিন তরকার স্বাক্ষর হবে। পি সেন ট্রফিতে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে খেলতে আসতে পারেন কলকাতার নাইট রাইডার্সের রামনদীপ সিংহ।

তার সাথে সংঘের প্রথম কথা হয়েছে। মাঝের সারির কয়েকজন তারকা ব্যাটসম্যান এর সাথে কথা এগিয়েছে ইস্টবেঙ্গলের। এবার দেখা অপেক্ষা পি সেন ট্রাফি খেলতে কলকাতায় কারা কারা হাজার হবেন।

আরও পড়ুন,
*অমিতাভ বচ্চন আসতেই কেরিয়ারে ধস নামে! মদে ডুবে যান এই নায়ক, বলুন তো কে তিনি?