মহিলা ভক্তের সাথে নিরাপত্তারক্ষীর দুর্ব্যবহার! ক্ষমা চাইলেন মর্মাহত অরিজিৎ

তিনি তার ভক্তদের কতটা ভালোবাসেন, কতটা খেয়াল রাখেন তা আমরা আগেই দেখেছি। আর এবার আরও একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যার দ্বারা তার প্রতি দর্শকদের শ্রদ্ধা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি অরিজিৎ সিংয়ের সম্পর্কে।

সিনেমায় গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় লাইভ শো করে থাকেন তিনি। সেরকমই ব্রিটেনে একটি কনসার্ট করতে পৌঁছেছিলেন অরিজিৎ। তবে সেখানেই এক মহিলা ভক্তের সাথে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। যার কারণে মর্মাহত এই শিল্পী। তাইতো বারবার ক্ষমা চেয়ে নিয়েছেন তার কাছে।

একটি ভিডিও থেকে জানা গিয়েছে এক নিরাপত্তারক্ষী মহিলা ভক্তের স্টেজের দিকে যাওয়া রুখতে ঘাড়ে হাত দিয়ে চেপে ধরেছিলেন। এরপরই কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। যা দেখার পর বিষয়টি নিয়ে আক্ষেপের সুরে অরিজিৎ বলেন, ‘ম্যাম প্লিজ বসে পড়ুন।’

‘এভাবে কারো গলা ধরা মোটেই ঠিক নয় আমার আক্ষেপ আমি যদি ওখানে থাকতাম আপনাকে রক্ষা করতে পারতাম। তবে আমি সেটা পারিনি। আমায় ক্ষমা করুন। আমি দুঃখিত। প্লিজ বসে পড়ুন।’ এখানেই শেষ নয় এরপর ‘সজনি রে’ গান গাইতে গাইতে ওই মহিলাকে চোখ মোছার জন্য বলেন তিনি।

এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা এই শিল্পীর যত প্রশংসা করা হয় ততই কম। কারণ, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েও তিনি এখনো মাটির মানুষ রয়েছেন। কার কী সুবিধা-অসুবিধা সবসময় খেয়াল রাখেন এই শিল্পী। যা তাকে অন্যদের থেকে আলাদা করে।

error: Content is protected !!