অনন্যা পান্ডে বর্তমানে বলিউডের এক উজ্জ্বলতম নক্ষত্র। তাঁর বিউটি, তার এক্টিং, সব মিলিয়ে সম্পূর্ণ প্রতিভা সম্পন্ন অভিনেত্রী। তিনি সবসময় আলোচনায় থাকে। তার ফ্যান ফলোয়িং রা তাকে নিয়ে সবসময়ই কৌতুহল প্রকাশ করেছে। জানা গেছে গত সোমবার অন্যনা পান্ডের একজন প্রিয়জন কে সে হারিয়েছে। তাই তিনি বেশ শোকাহত।
সে তার আদরের পোষ্য চারপেয়ে সঙ্গী ফিউজ। ১৬ বছর বয়সে সে না ফেরার দেশে চলে গেছে। পরেই অনন্যা পাণ্ডে সোশ্যাল মিডিয়ায় দুঃখের পোস্ট করেন। ৩ সেপ্টেম্বর কিছু ছবি পোস্ট করেন এবং তারা দুঃখের কথা জানান।
এই ছবিগুলোতে ধরা পড়ে তার সঙ্গে তার পোষ্যর কতটা নিবিড় সম্পর্ক ছিল। পোস্টে লিখেন অনন্যা পাণ্ডে,২০০৮ থেকে অনন্ত কাল এবার শান্তি তে থেকো ফিউজ। আমি তোমায় খুব ভালোবাসি প্লিজ। এই ষোল বছর আমরা অনেক মজা করেছি। আমি তোমায় রোজ মিস করবো প্রতিদিন মিস করবো।
এমনটাই দুঃখের সঙ্গে পোস্টে লেখেন অনন্যা পাণ্ডে। পান্ডের এই পোস্টে অনেক শোক প্রকাশ করেছেন। তার প্রিয় বন্ধু সানায়া কাপুর তার পাশে থাকার কথা বলেন। এছাড়া ওসৌফি চৌধুরী বলেছেন, এই কথা শুনে খুবই খারাপ লাগছে তার এবং সান্তনা দিয়ে অনন্যা পান্ডে কে বলেছেন সে অন্য জগত থেকে তোমাকে দেখবে। আগামীতে কল মি বে সিরিজে তাকে দেখা যাবে ইতিমধ্যেই তার ট্রেলার মুক্তি পেয়ে গেছে।
আরও পড়ুন,
*১০ বছর পেরিয়ে গেছে আধার কার্ডের মেয়াদ, জেনে নিন বিনা খরচে আপডেট করবেন কিভাবে?