Bhojpuri: প্রিয়াঙ্কা সিং এর ‘hot’ ফিগার দেখে নিয়ন্ত্রণ হারা পবন সিং, রোমান্সে ভারপুর এই ভোজপুরি ডান্স

Bhojpuri: Pawan Singh loses control after seeing Priyanka Singh's 'hot' figure

Bhojpuri: ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পবন সিংয়ের নাম নতুন করে বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে তিনি রীতিমতো রাজত্ব করছেন ভোজপুরি সিনেমার জগতে। তবে শুধুমাত্র ভালো অভিনেতাই নন তিনি কিন্তু দুর্দান্ত একজন সংগীতশিল্পীও।

তার সিনেমায় নিজেকেই গান গাইতে দেখা যায় তাকে। সেরকমই একটি গান কয়েক বছর আগে মুক্তি পেয়েছে যেটির নাম ‘তুমসা কই প্যায়ারা।’ হ্যাঁ, ঠিকই ধরেছেন এটি মূলত বলিউডের গান। আসলে এমন অনেক বলিউডের গান রয়েছে যেগুলিকে ভোজপুরি ভাষাতেও তৈরি করা হয়েছে।

সেরকম একটি গানে দেখা গিয়েছে তাকে। যেটি গেয়েছেন পবন সিং এবং প্রিয়াঙ্কা সিং। এই গানটিতে মূলত দু’জন অভিনেত্রীর সাথে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তার এক্সপ্রেশন ভীষণই পছন্দ হয়েছে দর্শকদের। পাশাপাশি তার গানটিও বেশ পছন্দ করেছেন সকলে।

তবে শুধু এই গানই নয় মাঝেমধ্যে বিভিন্ন গান গাইতে দেখা যায় তাকে। সিনেমার পাশাপাশি মিউজিক অ্যালবামের গাইতে দেখা যায় পবন সিংকে। তাইতো তার জনপ্রিয়তাও চোখে পড়ার মতো। উল্লেখযোগ্য, এক সময় কয়েকটি রাজ্যে ভোজপুরি সিনেমার রমরমা ছিল।

তবে ধীরে ধীরে গোটা ভারতবর্ষ জুড়েই তাদের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। যে কোনো ভাষার মানুষেরাই বর্তমানে ভোজপুরি ভাষাকে পছন্দ করছেন। তাইতো সিনেমা থেকে শুরু করে গানগুলিও দেখছেন সকলে।