বলি পাড়ায় ‘বিগ বি’ নামে যাকে সকলেই চেনেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে তার আধিপত্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। যুগ যুগ ধরে তিনি বলি পাড়াকে মাতিয়ে রেখেছেন তার অভিনয় দিয়ে। যদিও বর্তমানে কিছুটা কমই দেখা যায় তাকে বড় পর্দায়। সম্প্রতি তিনি ‘৮৩’ বছরে পদার্পণ করলেন। বয়স যে শুধুই একটি সংখ্যা তা যেনো তিনি বারংবার প্রমাণ করেছেন। একের পর এক সিনেমায় যেমন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তেমনই করে চলেছেন রিয়েলিটি শো।
টেলিভিশনের পর্দায় তার জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘কেবিসি’। শাহেনশা না থাকলে দর্শকদের মন বসে না এই রিয়েলিটি শো দেখার। তিনি একজন চিরসবুজ মানুষ। তাই তার জন্মদিনের দিন তিনি তার মুম্বাইয়ের বাংলো ‘জলসা’ থেকে বেরিয়ে এলেন একটি রঙিন জ্যাকেটে। প্রতিবার অভিনেতার জন্মদিনে তার বাড়ির সামনে ভক্তরা হাজির হন। এবারও তার অন্যথা হলো না। কেউ ফুল বা কেউ পোস্টার নিয়ে হাজির হলেন অভিনেতার বাড়ির সামনে।
আর তারপরই স্বভাবসুলভ ভঙ্গিতে প্রতিবারের মতন এবারও ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন তিনি। সকলকে হাত নেড়ে গ্রহণ করলেন শুভেচ্ছা। তার সামনে তখন দাঁড়িয়ে তার অগণিত ভক্তরা। এবার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে শাহেনশা-র পরনে রয়েছে সাদা পাজামা-পাঞ্জাবি ও গায়ে দিয়েছেন রঙিন একটি জ্যাকেট।
তিনি একজন রঙিন মানুষ তা যেনো আরও একবার স্পষ্ট হলো। বয়স যেনো তার কাছে মাথা নত করেছে। তার বাংলোর সামনে সাধারণ মানুষের তাকে নিয়ে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। অভিনেতা সকলের সামনে আসার পর সেই উচ্ছ্বাস যেনো আরও বেড়ে যায়। বয়স বাড়লেও এখনও এখনও বলিউডে রাজ করেন অমিতাভ। সিনেমা থেকে রিয়েলিটি শো তার হাতের মুঠোয়।
আরও পড়ুন,
Dhanteras 2025: ধনতেরাসে ভুলেও এই জিনিসগুলি কিনতে নেই, সংসারে দেখা দিতে পারে ভয়ানক দুর্দশা