দিলজিৎ-এর কনসার্টে হঠাৎই দীপিকা পাড়ুকোন, শ্রোতাদের চমকে দিয়ে মন খুলে নাচ অভিনেত্রীর

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে শেষ দেখা গিয়েছিল দুই মাস আগে। গত ৮ই সেপ্টেম্বর সন্তান জন্ম দেওয়ার পর একেবারে আড়ালে চলে গিয়েছিলেন তিনি। আর তারপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। অবশেষে ফের অভিনেত্রী প্রকাশ্যে এলেন। সকলের সঙ্গে আলাপ করলেন এবং নাচলেন মন খুলে। সম্প্রতি দীপিকা পাড়ুকোন এসেছিলেন দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে। সেখানে এসে তিনি যেমন শ্রোতাদের সঙ্গে পরিচয় করতে আসেন তেমনি গায়কের গান শুনে মন খুলে নাচতেও দেখা যায় তাকে।

এদিকে দিলজিৎ নিজেও সকলের সঙ্গে দীপিকাকে পরিচয় করিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দীপিকাকে দেখা গিয়েছে দিলজিৎ-এর কনসার্টে সকলকে হাত তুলে সাড়া দিতে। এদিন দীপিকার চেহারায় দেখা গিয়েছে বিশেষ পরিবর্তন। মাতৃত্বের স্বাদ পাওয়ার পর সকল মেয়েদের চেহারায় পরিবর্তন আসে।

তেমনই আগের মতন একেবারে টানটান চেহারা নয়, বরং তাকে দেখা গেলো একটু ঢিলেঢালা স্টাইলে। পরনে সাদা রঙের একটি ঢিলেঢালা টিশার্ট ও ঢিলেঢালা একটি প্যান্ট। সঙ্গে হাতে ঘড়ি ও ব্রেসলেট এবং কানে দুল। চুল ছাড়া অবস্থায় এমন ছিমছাম সাজেই দীপিকা প্রকাশ্যে এলেন। ছিমছাম সাজেও তার সৌন্দর্যে কোনো ভাঁটা পড়েনি। বরং আগের থেকে তার জৌলুশ আরও বেড়ে গিয়েছে।

দীপিকা মঞ্চে আসতেই সকল শ্রোতাদের মধ্যে উত্তেজনা যেনো আরও চরমে উঠে যায়। দীপিকাকে কখনও মঞ্চের পিছনে, শ্রোতাদের মধ্যে নাচ করতে দেখা যায়। মঞ্চে উঠে দিলজিৎ-এর সঙ্গেও নাচ করতে দেখা গিয়েছে তাকে। এর পাশাপাশি গায়ককে কন্নড় ভাষা শেখাতেও ভুললেন না অভিনেত্রী।

দিলজিৎ দীপিকা প্রসঙ্গে বলেন, “কত ভাল ভাল কাজ করেছেন। বড় পর্দায় ওঁকে আমরা দেখেছি। কখনও ভাবিনি, এত কাছ থেকে ওঁকে দেখব। কী মিষ্টি মানুষ! নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করেছেন। ওঁকে অনেক ভালবাসা। আমার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।”

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক