বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই আসিফ কুরেশির মৃত্যু, মৃত্যুর পিছনে লুকিয়ে রয়েছে কী কারণ?

রাখি বন্ধনের আগের দিনই মৃত্যু হলো বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই আসিফ কুরেশির। গতকাল বৃহস্পতিবার রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় নিজের বাড়ির সামনে মৃত্যু হয় তার। গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশি দুই যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। আর সেখান থেকেই বাকবিতন্ডা এতটাই চরমে ওঠে যে ওই দুই যুবক হুুমা কুরেশির ভাই আসিফ কুরেশিকে অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়েছে। আর সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার সময় দুই যুবক তাদের বাইক নিয়ে আসিফ কুরেশির বাড়ির সামনে এসে থামে। এরপর সেই বাইক বাড়ির একেবারে সামনে এসে রাখে। আর এই জিনিস লক্ষ্য করার পর আসিফ বাড়ির ভিতর থেকে বেরিয়ে ওই দুই যুবককে তাদের স্কুটার সরিয়ে নিয়ে যেতে বলেন।

এরপরই শুরু হয় বচসা। বাকবিতন্ডা ধীরে ধীরে বাড়তে শুরু করে। এরপর ওই দুই যুবক আসিফের কলার ধরে তাকে এলোপাথাড়ি মারতে শুরু করে৷ শুধু তাই নয়, পকেট থেকে তারা একটি অস্ত্র বের করে সেটি আসিফের বুকের উপর বসাতে শুরু করে। এরপরই গুরুতর জখম হন আসিফ। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেখানে আসিফের পুত্র বাধা দিতে গেলেও শেষ রক্ষা হয়নি। শেষে আসিফকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। হাসপাতাল থেকে জানানো হয় আসিফের মৃত্যু হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন হুমা কুরেশির বাবা সালিম কুরেশি। তিনি বলেন, “আমার ভাইপো শুধু ওদের স্কুটার সরাতে বলেছিল। ওই দুটো ছেলে আমার ভাইপোকে মেরে ফেলল।” জানা যাচ্ছে, হুমা কুরেশির ভাই আসিফ কুরেশির বাড়ি দিল্লির জংপুরার নিজামুদ্দিন এলাকায়। সেখানেই তিনি দীর্ঘদিন ধরে বসবাস করেন। এমন সামান্য কারণে যে এই ভয়াবহ পরিণতি হবে তা কেউই কল্পনা করতে পারছেন না।

error: Content is protected !!