বয়কট ট্রেন্ডের প্রভাব রাজের ‘বাবলি’-তে, দর্শকদের ক্ষোভের মুখে পড়ে ছবির প্রচারে গিয়েও ‘We want justice’ স্লোগান অভিনেত্রী শুভশ্রীর

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘বাবলি’। গত ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছে এই ছবি। মুক্তি পাওয়া ছবির জন্য প্রচারে যেতে দেখা যাচ্ছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তীকে। তবে এবার ছবির প্রচারে গিয়ে আর ছবির কথা নয়, তুললেন একেবারে অন্য প্রসঙ্গ। সম্প্রতি টলিউড অনলাইন-এর মাধ্যমে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে ছবির প্রচারে গিয়েছেন রাজ ও শুভশ্রী। সেখানে গিয়ে অভিনেত্রীকে স্লোগান তুলতে দেখা যায় ‘We want justice’। এরপর তিনি বলেন, “আজ বাবলি নিয়ে কোনও কথা নয়। আমাদের সবার এখন আসল লক্ষ্য অভয়ার বিচার। এটা যতক্ষণ না পাচ্ছি আমরা আন্দোলন চালিয়ে যাব। পথে নামব। বিচার চেয়ে যাব।”

তার পাশে মাথা নীচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পরিচালক রাজ চক্রবর্তী। আর জি কর কান্ড নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন শুভশ্রী। গত ১৪ই আগস্ট ‘রাত দখল’-এর ডাকে কলকাতার রাজপথে সকলের সঙ্গে হেঁটেছিলেন শুভশ্রী। আর সেই ভিডিও দেখা গিয়েছে। এরই মাঝে আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার পর বাংলা সিনেমা বয়কটের ডাক ওঠে। আর সেই প্রভাব কিছুটা বক্স অফিসে দেখা গিয়েছে বলে মনে করছেন অনেকে।

কয়েকদিন আগে টলিউডের তারকা, পরিচালক ও টেকনিশিয়ানদের ডাকে আর জি কর কান্ডে প্রতিবাদে একটি মিছিল ডাকা হয়। সেদিন সকলের সঙ্গে পথে নামেন রাজ ও শুভশ্রী। এদিন ছবির প্রচার করতে গিয়ে দোষীদের শাস্তির দাবি তুলতে ভুললেন না তিনি।

দীর্ঘদিন পর বড় পর্দায় রাজ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হয়েছে বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ‘বাবলি।’ এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি, আবীর চট্টোপাধ্যায় ও সৌরসেনী মৈত্র।

আরও পড়ুন,
*বিচার চাই, অসুস্থ বাবাকে হাসপাতালে রেখেই মিছিলে ছুটলেন দেব!