২০১৬ সাল থেকে প্রেম, অবশেষে বাগদান পর্ব সেরেই ফেললেন কিংবদন্তী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম কেই বা শোনেন নি। এমন কেউ নেই যে ফুটবলার রোনাল্ডোকে চেনেন না। তবে জনপ্রিয় ফুটবলার পাঁচ সন্তানের পিতা হলেও এতদিন বিয়ে করেননি। তবে এবার বাগদান পর্ব তিনি সেরে ফেললেন। আর সেই মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তার দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন তারা। রোনাল্ডোর সঙ্গে এতদিনের লিভ-ইন পার্টনার ও বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবার পাকাপাকিভাবে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েই ফেললেন।

জর্জিনা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে তার আঙুলে একটি বিশালাকৃতি হীরার আংটি জ্বলজ্বল করছে। আর্জেন্টাইন স্প্যানিশ মডেল এবার নিজের সিদ্ধান্তের কথাও জানাতে ভোলেননি। তিনিও রোনাল্ডোকে নিজের সম্মতি দিয়েছেন। জর্জিনার পোস্ট করা ছবিটি প্রকাশ্যে আসার পরই রোনাল্ডোর অনুরাগীরা আনন্দে আত্মহারা। অবশেষে তাদের প্রিয় ফুটবলার বাগদান পর্ব সেরেছেন যা তাদের মুখে হাসি ফুটিয়েছে।

তবে জর্জিনার আঙুলে থাকা আংটির ছবি সকলের সামনে আসতেই অনেকেই সেটির দাম নিয়ে নানান আলোচনা শুরু করেছেন। দেখে মনে হচ্ছে আংটিটি ৫ সেন্টিমিটারের বেশি লম্বা। যার চারপাশে দু’টি ছোটো পাথর দিয়ে ঘেরা রয়েছে। আর সেটির মাঝখানে রয়েছে একটি ডিম্বাকৃতি হীরা। বিশেষজ্ঞদের মতে, হীরাটি একেবারেই প্রিমিয়াম ও এটির দাম ২ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে। অর্থাৎ যা প্রায় ১৬.৮ কোটি টাকা থেকে ৪২ কোটি টাকা।

জর্জিনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবিটি পোস্ট করে লিখেছেন, “হ্যাঁ আমি করি। এই জীবনে এবং আমার সমস্ত জীবনে।” সেই ছবিতে জর্জিনার হাতের সঙ্গে রয়েছে রোনাল্ডোর হাত। তাদের দীর্ঘদিনের ভালোবাসা যা এবার পরিণতি পেলো। জর্জিনা মাদ্রিদের একটি GUCCI-এর দোকানে কাজ করছিলেন। সেইসময় তার সঙ্গে দেখা হয় রোনাল্ডোর। আর তারপরই সেই সম্পর্ক ধীরে ধীরে পরিণতি পায়।

error: Content is protected !!