আজ দীপাবলি। আর এই মরশুমে গোটা দেশ সেজো উঠবে আলোয়। কালী মায়ের মন্দিরে পুজোর সমারোহ দেখা যাবে৷ তেমনই গঙ্গার পাড়ে দক্ষিণেশ্বর কালি মন্দিরে আজ ভবতারিণী মায়ের পুজো। আজকের কালী পুজোকে কেন্দ্র করে দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তের সমাগম হতে চলেছে। আর সেই প্রস্তুতিও শেষ করেছে মন্দির কর্তৃপক্ষ। এবারের পুজোয় থিমের ছোঁয়া এনেছে মন্দির কর্তৃপক্ষ।
আজ কালী পুজোর রাতে বাংলার লোকসংস্কৃতির আবহে মুখরিত হবে ভবতারিণীর মন্দির প্রাঙ্গন। মন্দিরে ঢাকের বাদ্যি থেকে ধুনুচি নাচ, প্রদীপের আরতি, উলু ও শঙ্খ ধ্বনিতে ভবতারিণী মায়ের পুজো হতে চলেছে দক্ষিণেশ্বরে। এবারের পুজোর এক নতুন থিমের আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। আর সেই বিষয়ে তারা সংবাদমাধ্যমে জানিয়েছেন৷
মন্দিরের কার্যনির্বাহী অছি কুশল চৌধুরী সংবাদমাধ্যমে জানিয়েছেন, “এবারের পুজোয় বাংলার লোকসংস্কৃতি এবং মহিলাদের স্বনির্ভর হওয়ার কিছু নিদর্শন তুলে ধরা হবে। তবে পুরনো রীতি রেওয়াজ মেনেই পুজোর আয়োজন করা হবে।” কালী পুজো উপলক্ষে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গন।
দর্শনার্থীরা রাতভর পুজো দেখতে পারেন তারও ব্যবস্থা করা হয়েছে। গোটা দেশের সামনে এই পুজো তুলে ধরার ব্যবস্থাও থাকবে। বৃহস্পতিবার ভোর থেকে মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়েছে। চার প্রহরে ষোড়শপচারে ভবতারিণীর পুজো শুরু। মা ভবতারিণীকে অন্ন, পাঁচ রকম সবজি ভাজা, দই, পায়েস, পাঁচ রকম মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হবে।
এদিন ভোর ৫টা থেকে খুলে গিয়েছে মন্দিরের দরজা। কালী পুজো উপলক্ষে রাতভর মন্দির খোলা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আর এইদিন দক্ষিণেশ্বর মন্দির জুড়ে কড়া সুরক্ষার ব্যবস্থা করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। নজরদারির জন্য লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও বম্ব স্কোয়াডের কর্মীও মোতায়েন করা হবে।