কন্যা সন্তান প্রসব করেছেন দীপিকা পাড়ুকোন, নাতনি হওয়ার আনন্দে মিষ্টিমুখ করছেন অভিনেত্রীর বাবা-মা

এদিন রবিবার কন্যা সন্তান প্রসব করেছেন দীপিকা পাড়ুকোন।৷ রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন তাদের জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। তাদের নতুন সদস্য পৃথিবীর মাটিতে ভূমিষ্ট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা একথা জানিয়েছেন সকলকে। গত ৬ই সেপ্টেম্বর সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির হয়েছিলেন দীপিকা ও রণবীর। ভগবানের দর্শন করার পর দীপিকাকে হাসপাতালে হাজির হতে দেখা যায়।

যদিও শোনা গিয়েছিল তিনি প্রসব করতে পারেন ২৮শে সেপ্টেম্বর। তবে সেই দিন এগিয়ে এলো। হাসপাতালের বাইরে এদিন নায়িকার গাড়ি দেখার পর অনেকেই দুইয়ে দুইয়ে চার করে ফেলেন। সন্তান জন্ম হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তা জানাতেও ভোলেননি তারা। এরই মাঝে অভিনেত্রীর বাবা ও মায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ও মা উজ্জ্বলা পাড়ুকোনকে দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা গিয়েছে, তারা দু’জনে একটি রেস্তোরাঁয় বসে দক্ষিণ ভারতীয় খাবার খাচ্ছেন। আর এই ভিডিও দেখে অনেকেই মনে করেছেন নাতনি হওয়ার আনন্দে তারা মিষ্টিমুখ করছেন। তবে তেমনটা একেবারে নয়। এক সপ্তাহ আগে দক্ষিণ ভারতের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন তারা। সেই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। কারণ এদিন দীপিকা হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার সঙ্গে ছিলেন তার মা।

সন্তান জন্ম হওয়ার পর যদিও তাকে এখনও প্রকাশ্যে আনেননি বাবা মা।।তারা নিজেরাও এখনও প্রকাশ্যে আসেননি। তবে তাদের মেয়ের প্রসঙ্গে একটি ভবিষ্যতদ্বাণী শোনা গিয়েছে। জানা যাচ্ছে, জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজী আগেই বলেছেন সন্তান জন্ম হওয়ার পর দীপিকা ও রণবীরের ভাগ্য আরও খুলবে। তাদের আরও বেশি হিট ছবি আসবে ঝুলিতে। জানা যাচ্ছে, রণবীর ও দীপিকার সন্তান কন্যা রাশির জাতক।

কন্যা রাশির বৈশিষ্ট্য হল সে তার জীবনের সবকিছু যৌক্তিকতা দিয়ে বিচার করবে। এর পাশাপাশি দীপিকার সন্তান হবে তার মায়ের মতন পারফেকশনিস্ট। এর পাশাপাশি একজন ভালো মনের মানুষ হবে। কাজের দক্ষতায় নাম করবে গোটা বিশ্বে।

আরও পড়ুন,
*দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে ছুটলেন মুকেশ অম্বানী