অবশেষে নীরবতা ভাঙলেন যুজবেন্দ্র চাহলের স্ত্রী ধনশ্রী! কয়েকদিন ধরে যে সমস্ত সমালোচনা, ট্রোলিং চলেছে সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়ে এবার মুখ খুললেন তিনি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি স্টোরি পোস্ট করে সেখানে বেশ কিছু কথা লিখেছেন ধনশ্রী।
‘গত কয়েকদিন আমার পরিবার এবং আমার জন্য অবিশ্বাস্যভাবে কঠিন ছিল। ভীষণই বিরক্তিকর বিষয় হলো এইসব ভিত্তিহীন লেখা সত্য-নিরীক্ষা ছাড়াই। আর বিদ্বেষ ছড়ানো ট্রোল দ্বারা আমার খ্যাতি নষ্ট করা। আমি আমার নাম এবং সততা গড়ে তুলতে কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করেছি।’
‘আমার নীরবতা দুর্বলতার লক্ষণ নয় বরং শক্তির। যদিও নেতিবাচকতা সহজেই অনলাইনে ছড়িয়ে পড়ে, তবে অন্যের ভালো করতে সাহস এবং সহানুভূতি লাগে। আমি আমার সত্যের উপর লক্ষ্য রাখতে এবং আমার মূল্যবোধকে ধরে রেখে এগিয়ে যেতে পছন্দ করি। কোনো কৈফিয়ৎ ছাড়াই সত্য উঁচু হয়ে দাঁড়ায়। ওম নমঃ শিবায়।’
তবে সেটা দেখার পর সমালোচনা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। নেটিজেনদের একাংশ বলছেন তিনি যা কিছু বলেছেন তা থেকে তো এটা স্পষ্ট হলো না তারা বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন কিনা বা একসাথে রয়েছেন কিনা। শুধু তাই নয় কয়েকজন এও লিখেছেন চাহল তার জীবনে আসার পর থেকেই তার জনপ্রিয়তা বেড়েছে।
এর আগে পর্যন্ত নাকি তার নামও জানতেন না কেউ। সবমিলিয়ে চাহল এবং ধনশ্রী এখন চর্চায় উঠে এসেছেন। উল্লেখযোগ্য ক্রিকেটারদের সম্পর্ক ভাঙ্গা বর্তমানে যেন ট্রেন্ড হয়ে উঠেছে। কয়েকদিন আগে শিখর ধাওয়ান এরপর হার্দিক পান্ডিয়া, এবার তাতে নাম উঠে এলো চাহলের।
আরও পড়ুন,
*২০২৪ সালে যারা মা হয়েছেন তাদের জন্য বিশেষ পরামর্শ দিলেন দীপিকা! দেখুন ছবি