এবার প্রতিমা দর্শন হবে গঙ্গার তলায় মেট্রো দিয়ে। পুরো নতুন করে দুর্গাপূজায় বিস্ময়কর করে দিতে প্রস্তুত উল্টোডাঙ্গার কবিরাজ বাগান সার্বজনীন। প্রত্যেক বছর দুর্গাপূজায় একবারে আধুনিক ঘটনাকে বিষয় করে পরিদর্শকদের হৃদয় জয় করে নেয় এই বাঙ্গালীদের সর্বজনীন পূজা।
এবারও তার কোন পরিবর্তন নেই। ২০২২ এ স্বর্গীয় শিল্পী কে কে-এর স্মৃতির বিষয় তৈরি করে সকল বাঙালিকে শিহরিত দিয়েছিল কবিরাজ বাগান। একই সাথে ২০২৩ এ কেরলের হাউজবোটের নতুন বিষয় চমকে দিয়েছিল প্যান্ডেলে আসা পরিদর্শকদের। এ বছর আকস্মিক জলের তলায় হাওড়া মেট্রো।
হাতে মাত্র আর কয়েকটা দিনের প্রতীক্ষা। খাওয়া-দাওয়ার কথা ভুলে দিনরাত এক করে চলেছে প্রতিমূর্তি ও প্যান্ডেল তৈরির সর্বশেষ আত্যল্পকাল প্রবল ত্বরান্বিত। দুর্গাপূজার মাঝের বিষয়ে জাঁকজমক এখন কলকাতা জুড়েই। প্রত্যেক বছরই কিছু নতুন বিষয়ে পরিদর্শকদের মন ছুঁয়ে দেয় কলকাতার অনেক হিন্দুদের সর্বজনীন পূজা। তাদের মধ্যে অন্যতম উল্টোডাঙার কবিরাজ বাগানের বারোয়ারি।
এই বছর দুর্গাপূজার বিষয়ে বিশেষ শিহরিত দিতে চলেছে এই পুজোর কমিটি। পরিদর্শকদের একেবারে বিনামূল্যে আন্ডার ওয়াটার মেট্রো চলার সুবিধা নিয়ে এসেছে তারা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড আন্ডার ওয়াটার মেট্রো শুরু হয়েছে এ বছর। যা চলাচলের এক নতুন দিকচক্রবাল খুলে দিয়েছে। এবার ওই আন্ডার ওয়াটার মেট্রোকেই পূজার বিষয় হিসেবে তুলে ধরেছে কবিরাজ বাগান পুজো কমিটি। একই প্যান্ডেলে দেখা যাবে হাওড়া মন্দি, দক্ষিণেশ্বর মন্দির। আরম্ভ হয়ে গিয়েছে হাওড়া ব্রিজের লোহার পরিকাঠামো।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক বছর নতুন বিষয়ে কিছু জাঁকজমক আনে কবিরাজ বাগান। এবছর তার কোন পরিবর্তন নেই। আগের দু বছরও একের পর এক শিহরিত দিয়েছে কবিরাজ বাগন। ৫৭ তম বর্ষে উল্টোডাঙ্গার কবিরাজ বাগানের দুর্গাপূজার বিষয় ছিল কেক, গত বছর ৫৮ তম বর্ষে কবিরাজ বাগান দুর্গাপূজার বিষয় ছিল কেরলের হাউজবোট। এবং ৫৯ তম বর্ষে আন্ডার ওয়াটার মেট্রো বিষয়ে পরিদর্শকদের হৃদয় ভরিয়ে তুলতে চলেছে একেবারে সর্বশেষ আয়োজন।