এসি কম চালিয়েও ঘর কনকনে ঠান্ডা হবে, খরচও কমবে

গরমের হাত থেকে বাঁচতে অনেকেই বাড়িতে এয়ারকুলার বা এয়ারকন্ডিশনার ব্যবহার করে থাকেন। তবে এয়ারকন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে প্রধান সমস্যা হলো এতে বিল অনেকটাই বেশি আসে। তবে এসির এমন কিছু বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে যদি আপনারা একটু সচেতন হন তাহলে কিন্তু বিদ্যুৎ খরচা অনেকটাই কমে যাবে। জেনে নিন উপায়গুলি সম্পর্কে।

১. অনেকের ধারণা এসির তাপমাত্রা যদি আপনারা কমিয়ে দেন তাহলে দ্রুত ঘর ঠান্ডা হবে। তবে এটি কিন্তু ভুল, এসি(AC) সবথেকে ভালো কাজ করে ২৪ ডিগ্রি তাপমাত্রায়।

২. নির্দিষ্ট সময় অন্তর অন্তর এসি’র সার্ভিসিং করানো উচিত। পাশাপাশি সপ্তাহে একবার অন্তত ভেতরের ফিল্টার পরিষ্কার করা উচিত।

৩. আপনি এসিটিকে যেখানে রাখবেন খেয়াল রাখবেন তার পেছনে যেন সরাসরি সূর্যের তাপ না লাগে। এতে দীর্ঘদিন এসি ভালো থাকবে।

৪. ঘর যদি দ্রুত ঠান্ডা করতে চান তাহলে এসির সাথে সিলিং ফ্যানটিও চালিয়ে দিন। এতে ঠান্ডা হাওয়া ঘরে ছড়িয়ে ঘর ঠান্ডা হয়ে যাবে।

৫. ঘুমোনোর আগে অবশ্যই তাতে স্লিপ মোড অন করে দিন। এতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাপমাত্রা বাড়বে ফলে বিদ্যুতের সাশ্রয় হবে।

আরও পড়ুন,
*এসি চালিয়েও খরচ কমবে এই ভাবে

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক