‘… চেঁচালেও দুদিন পরই দুহাত পেতে নেবে…’ আর জি কর কাণ্ডে ১০ লাখ নিয়ে কি মত তসলিমার?

আর.জি কর কাণ্ড নিয়ে বর্তমানে উত্তাল পশ্চিমবঙ্গ। সাধারণ মানুষ থেকে তারকা, ডাক্তার নির্বিশেষে সব পেশার মানুষেরা রাস্তায় নেমেছেন নির্যাতিতার প্রকৃত বিচারের দাবীতে। কিছুদিন আগেই যেমন বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিলেন তেমন চিত্রই দেখা যাচ্ছে বাংলায়। যদিও আন্দোলনের পটভূমি আলাদা দু জায়গার।

সম্প্রতি সেই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিন। যে কোনো ঘটনা ঘটলেই সেই বিষয়ে কথা বলতে দেখা যায় তাকে। কিছুদিন আগে বাংলাদেশের বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল এই লেখিকাকে। আর এবার বাংলার উত্তেজনা নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখলেন তিনি।

লেখেন, ‘বাংলাদেশে যেমন পোলাপানেরা মিছিল করে সরকার ফেলে দিয়েছে, পশ্চিমবঙ্গের অনেকেই তেমন করে সরকার ফেলে দিতে চাইছে। কিন্তু তা কি সম্ভব? পশ্চিমবঙ্গের মমতা দিদি তো বাংলাদেশের হাসিনা আপার মতো ভোটারবিহীন নির্বাচনে জিতে আসেননি। মানুষের জীবনের যেখানে ১০ পয়সা দাম নেই, সেখানে ১০ লাখ টাকা দিয়ে জীবন কিনলে আজ চেঁচালেও দুদিন পরই দুহাত পেতে নেবে।’

তবে তার এই বক্তব্যে মোটেই সহমত পোষণ করেননি নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ভিকটিমের বাবা-মা ১০ লক্ষ টাকা রিফিউজ করে প্রকৃত খুনী ধর্ষকদের বিচার চেয়েছেন। খুনী বা খুনী সরকারের কাছে মানুষের মূল্য নেই। কিন্তু সচেতন মানুষ তো টাকা দিয়ে মিটিয়ে নিতে চাইবেন না। তারা অবশ্যই সুবিচার চাইবেন, আন্দোলন করবেন। সেটাই স্বাভাবিক।’

Screenshot 2024 08 18 124629 1723965557134 1723965585559 FuGANcnq25

আরেকজন লেখেন, ‘দিদি ওনাকে নিয়ে আপনার খুব বেশি জ্ঞান আছে বলে মনে হচ্ছে না। উনি ওনার গুণ্ডাবাহিনী নিয়ে সারা পশ্চিমবঙ্গে কী পরিস্থিতি তৈরি করে রেখেছেন। ভোটে বুথ দখল, ছাপ্পা ভোট, ভোটারকে ভয় দেখানো, বোমাবাজি, অস্ত্র নিয়ে পাড়া দাপানো এসব খুব সাধারণ ঘটনা। এছাড়া রয়েছে সীমাহীন দুর্নীতি। একটা স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল। আর.জি কর সেই কাজ করে দিয়েছে।’

আরও পড়ুন,
*RG Kar Case: শুধু ভারত আর বাংলাদেশ নয়, আর জি কর কাণ্ডে ‘মেয়েদের রাতদখল’-এ অস্ট্রেলিয়া,জার্মানি-ব্রিটেন’রাও