‘কাঁকন’ চরিত্রে অসাধারণ অভিনয়, রইলো জগদ্ধাত্রীর খুদে অভিনেত্রীর আসল পরিচয়

জি বাংলার পর্দায় একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয়। তার মধ্যে সবথেকে জনপ্রিয় ধারাবাহিকের নাম বলতে গেলে ‘জগদ্ধাত্রী’-এর নাম উঠে আসবেই। গল্পের দুর্দান্ত প্লট ও গল্পের মোড় যা মানুষকে আকৃষ্ট করে। এই গল্পে অন্যতম জনপ্রিয় চরিত্র হলো জগদ্ধাত্রী, কৌশিকী। তবে এদের পাশাপাশি সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছে কাঁকন। সে এই গল্পে মূক ও বধির।

প্রতি সপ্তাহে দারুণ টিআরপি নিয়ে মানুষের মনে বিরাজ করছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি। সেরা দশ ধারাবাহিকের তালিকায় এই ধারাবাহিক প্রথমের দিকেই রয়েছে। এই গল্পে খুদে চরিত্র কাঁকন যে কথা বলতে পারে না ও কানে শুনতে পায় না৷ কিন্তু প্রতিবন্ধকতা সত্ত্বেও কাঁকন বেশ চালাকচতুর।

একাধিকবার সে জগদ্ধাত্রীকে সাহায্য করেছে। কাঁকন চরিত্রে যে শিশু শিল্পী অভিনয় করছে সে হলো দেবাঙ্গনা ফৌজদার। ধারাবাহিকপ্রেমীদের কাছে কাঁকন বেশ জনপ্রিয়। দেবাঙ্গনা সল্টলেকের শিক্ষা নিকেতনে পড়াশোনা করে। তার বাড়ির নাম গুনগুন। তার বাড়িতে রয়েছে বাবা, মা ও দুই দাদা।

তার বাবা একজন সরকারি কর্মী ও মা গৃহবধূ। এর পাশাপাশি তার দুই দাদার এক দাদা দ্বীপরাজ পড়ে একাদশ শ্রেণীতে এবং দেবদত্ত পড়ে কলেজে। সকলের চেয়ে ছোটো দেবাঙ্গনা। তাই সে সকলের আদরের। ‘দিদি নং ওয়ান’ ও ‘দাদাগিরি’-এর মঞ্চে দেখা গিয়েছে দেবাঙ্গনাকে। দেবাঙ্গনা খুব সুন্দর নাচ করতে পারে।

নাচের পাশাপাশি সে দারুণ আবৃত্তি করে। তার আবৃত্তির জন্য সে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। পড়াশোনার পাশাপাশি সে অভিনয় করতে ভালোবাসে। এর পাশাপাশি ভালোবেসে সে নাচ করে। তাই এত কম বয়সে তার জনপ্রিয়তা অনেকটাই বেশি।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক