kmc 20240725 142458 nQ4GOQni7c

কনসার্টে গান গাইতে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তবে সেখান থেকে আর দেশে ফেরা হলো না! চিরদিনের মতো পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি। তাইতো ভক্তদের মনে এখন বাজছে ‘তুমিহীনা এ হৃদয় আমার একাকী অসহায়’এর সুর। প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ।

তিনি বাংলাদেশের নামকরা রকব্যান্ড ‘মাইলস’এর সহ-প্রতিষ্ঠাতা। তার গান শুনে বড় হয়েছে দুই বাংলার নব্বই দশকের গোটা প্রজন্ম। তবে ৬৩ বছর বয়সেই থেমে গেল গলার সুর। বৃহস্পতিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক হাসপাতালে মৃত্যু হয়েছে এই শিল্পীর।

বাংলাদেশের সংবাদমাধ্যমকে শাফিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই হামিন। জানা গিয়েছে, কনসার্টে গান গাইতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন শাফিন। তবে ২০শে জুলাই ভার্জিনিয়ায় শো করার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে।

সেখানেই মাল্টি অরগ্যান ফেলিওরের শিকার হন শাফিন। লাইফ সাপোর্ট দিলেও তাকে বাঁচানো যায়নি। ইতিমধ্যেই তার ভাই হামিন মার্কিন মুলুকে রওনা দিয়েছেন দাদার দেহ ফিরিয়ে আনার জন্য। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন শাফিন। তার মা নামকরা শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত।

গানের পরিবেশেই বড়ো হয়েছেন তিনি। বাবা ও মায়ের কাছ থেকে শিখেছেন উচ্চাঙ্গ সংগীত এবং নজরুল গীতি। এরপর নব্বইয়ের দশকে ভাইকে নিয়ে ‘মাইলস’ ব্যান্ড তৈরি করেছিলেন তিনি। দীর্ঘদিন একসাথে চলার পর তিনি সেখান থেকে আলাদা হয়ে ‘রিদম অফ লাইফ’ নামক নতুন একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন।