অতীতকে ভুলে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে! সম্প্রতি সেরকমই একটি পোস্ট করলেন যীশু সেনগুপ্তের বড়ো কন্যা সারা সেনগুপ্ত! কী আভাস দিতে চাইলেন তিনি? তাহলে কি সত্যিই তার বাবা-মা বিচ্ছেদের পথে হাঁটছেন? তাইতো অতীত ভুলে ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চাইছেন সারা।
বেশ কয়েক মাস ধরে টালমাটাল যীশু এবং নীলাঞ্জনার সম্পর্ক। এমন বেশ কিছু কারণ রয়েছে যা দেখে সকলে বুঝতে পেরেছেন তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। একদিকে যেমন নীলাঞ্জনা নিজের পদবী মুছে ফেলেছেন সোশ্যাল মিডিয়া থেকে। তেমনি মুছে ফেলেছেন একাধিক ছবিও।
এরই মাঝে সারা সেনগুপ্ত একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন। যেখানে মূলত একটি ভিডিও রয়েছে আর সেই ভিডিওর মূল বক্তব্য হলো, ‘তোমাকে অতীতকে ভুলতে হবে, কারণ অতীত অর্থহীন। জীবনে একটা জিনিসই অর্থবহ, সেটা হলো তুমি এখন কী হতে চাও।’
যা দেখার পর সকলের মনে প্রশ্ন জেগেছে কী কারণে এমনটা পোস্ট করলেন তিনি? কারণ এর আগেও একটি ছবিতে তার মা’কে তিনি শক্তিশালী মহিলা হিসেবে আখ্যা দিয়েছিলেন। তাহলে কি সম্পর্কে টানাপোড়েন চলছে বাবা-মায়ের মধ্যে? যদিও সে কিন্তু তার মায়ের দিকেই রয়েছে।
আরও পড়ুন,
*অপারেশনের পর জাহ্নবীর এমন মুখ? ফাঁস করলেন এই প্লাস্টিক সার্জেন
কারণ, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাবাকে আনফলো করেছেন সারা। তবে মা’কে দিব্যি ফলো করছেন তিনি। অন্যদিকে শোনা গিয়েছিল তৃতীয় ব্যক্তির কারণে নাকি ফাটল ধরেছে নীলাঞ্জনা এবং যীশুর সম্পর্কে। সে আর কেউ নয় যীশুর টিমেরই একজন।