সামনেই মহাশিবরাত্রি। দেশ জুড়ে মহাদেবের ভক্তরা পালন করবেন এই দিনটি৷ তবে এই দিনে মহিলারা উপোষ থেকে শিবেী মাথায় জল ঢেকে আশীর্বাদ লাভ করেন। তাই হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ। এই দিনে মহিলারা রাত জাগেন। তবে এর পাশাপাশি কিছু কাজ রয়েছে যেগুলি করলে ভগবান শিব খুশি হন। এর ফলে সংসারে সুখের অভাব হয় না। সুখ, সমৃদ্ধি, টাকাপয়সা ও ভালোবাসা ছড়িয়ে পড়ে সংসারে।
শিবলিঙ্গে জল অর্ঘ্য – মহাশিবরাত্রির দিন মহাদেবের মাথায় জল ঢাললে তা অত্যন্ত শুভ।
উপবাস – শিবরাত্রিতে একটি শুভ কাজ হল উপবাস থাকা।
বেলপাতা দিয়ে পুজো – শিব ঠাকুরের বেল পাতা অত্যন্ত প্রিয়। তাই বেল পাতা দিয়ে পুজো করলে শিব ঠাকুর খুশি হন।
রুদ্রাভিষেক – এই দিনে ভগবান শিবের রুদ্রাভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায়।
ধুনো পোড়ানো – শিব পুজোর দিন ধুনো পোড়ানো একটি গুরুত্বপূর্ণ কাজ। ভগবান শিব আশীর্বাদ দান করেন ধুনো পোড়ালে।
দান ধর্ম – এই দিনে দান করলে শিব আশীর্বাদ করেন।
জাগরণ – মহাশিবরাত্রির দিন রাত জেগে মহাদেবের পুজো করলে তা পুণ্যের।
তাই মহাশিবরাত্রির দিন শিব ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এর পাশাপাশি ১০৮ বার শান্ত মনে ‘ঔঁ নমঃ শিবায়’ জপ করুন।