গরমে বিয়েবাড়ি যাবেন? ৫ রকম গয়না রাখতে পারেন পছন্দের তালিকায়
গ্রীষ্মের দাবদাহে রীতিমতো নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আবার কিছুদিন পরেই আসতে চলেছে বাংলা নববর্ষ। সাথে সাথে বেড়ে চলেছে তাপমাত্রা। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এবার হয়তো আপনি ভাবছেন কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে কীভাবে সাজগোজ করবেন? কারণ, এই গরমের মধ্যে ভারী গয়না মোটেই আরামদায়ক হয় না। তবে চিন্তা নেই হালকা সাজেও আপনি অত্যন্ত সুন্দরী হয়ে উঠতে পারেন। আজ আমরা সেরকমই কিছু গয়নার কথা বলবো এই প্রতিবেদনে।
মুক্তোর ব্রেসলেট
মুক্তোর সমস্ত গয়নাই সুন্দর লাগে। আপনি সিল্কের শাড়ির সাথে হাতে দুটি মুক্তোর ব্রেসলেট পরতে পারেন। আর কিছু লাগবে না সাজ সম্পূর্ণ করতে।
পাথরের নেকলেস
আপনি যদি ফ্লোরাল প্রিন্টেড পোশাকের সাথে পাথরের নেকলেস পরেন তাহলে ভীষণই সুন্দরী লাগবে দেখতে।
চুড়ি
শিফন অথবা সিল্কের শাড়ির সাথে আপনি যদি হাত ভর্তি করে চুরি পরেন সেটি দারুণ লাগবে। আর যদি হয় স্লিভলেস ব্লাউজ পরেন তাহলে তো কোনো কথাই নেই।
সিলভার চেন ও পেনডেন্ট
রুপোর মালার সাথে পাথরের পেনডেন্ট পরে দেখতে পারেন। শিফন, সিল্ক বা জর্জেট শাড়ির সাথে বেশ মানিয়ে যায় এই গয়না।
বড় আংটি
যে কোনো পোশাকের সাথেই একটি বড়ো আংটি ভীষণভাবে মানিয়ে যায়। আর এই আংটি অনেকদিন ধরেই ট্রেন্ডে রয়েছে। যে কোনো শাড়ি বা কোনো কুর্তির সাথে একটি বড়ো আংটি পরে নিন।
আরও পড়ুন,
*জীবনের প্রথম ভালোবাসার ক্থা লিখলেন নবনীতার প্রাক্তন স্বামী জিতু!
*জ্যোতিষ মতে অত্যান্ত ক্ষমতাবান ও প্রভাবশালী হন ৪ রাশি, আপনি ও কি এই দলে? মিলিয়ে নিন