নিজের নিরাপত্তারক্ষীর কাছেই হেনস্থার শিকার হতে হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী অভিকা গোরকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই ভয়ংকর তথ্যই তুলে ধরেছে তিনি। তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। এরপর ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন।
বর্তমানে তিনি সিনেমা, ওয়েব সিরিজের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করছেন। তবে এই জনপ্রিয়তার মাঝে রয়েছে তার এমন কিছু যন্ত্রনা যা তিনি কাউকে বলতে পারেননি। তবে দীর্ঘদিন পর সেই তথ্য তুলে ধরেছেন সকলের সামনে।
২৬ বছর বয়সী এই অভিনেত্রীর ভারতের পাশাপাশি অন্যান্য দেশেও জনপ্রিয়তা রয়েছে। কাজের সুত্রে তিনি একবার গিয়েছিলেন কাজাখাস্তান। সেখানেই ঘটে তার সাথে ওই ঘটনা। আসলে সেখানে তাকে সারাক্ষণ নিরাপত্তারক্ষীরা ঘিরে থাকতো। এদের মধ্যেই নাকি একজন তাকে পেছন থেকে অশালীনভাবে ছুঁয়েছিলেন।
যদি প্রথমদিকে খানিকটা অবাক হয়ে যান, ভাবেন হয়তো কোনো ফ্যান পেছন থেকে এই কাজ করেছে। তবে তিনি যখন ফিরে দেখেন তখন শুধু ওই নিরাপত্তারক্ষীকেই দেখতে পান। এই ঘটনা আরও একবার ঘটে। এরপর তিনি পিছনের দিকে নিজের হাত রেখে দেন।
খানিক হতাশার সুরে বলেন, ‘আমি এর থেকে বেশি আর কিছু করতে পারিনি। ওরা তো না ইংরাজি বোঝে, না হিন্দি। তাই বিষয়টা এভাবেই সামলাতে হলো।’ উল্লেখযোগ্য শুধু হিন্দি নয় তেলেগু, তামিল, কন্নড় সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।