সমকামী যুগল, দ্বিতীয়বার ‘বিয়ে’ করেই হানিমুনে মন্দিরা-বৈশাখী! সঙ্গে কে?

জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে দেশের বাধাও মানে না ভালোবাসা। যার উদাহরণ আমরা বারবার দেখেছি। আর সাম্প্রতিক সময়ে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো ভালোবাসা এখন লিঙ্গের বাধাও মানে না যার অর্থ হলো সমকামী প্রেম।

সম্প্রতি সেরকমই এক সমকামী যুগল মন্দিরা এবং বৈশাখী বিয়ে করে হানিমুনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। সেখান থেকে একাধিক ছবি পোস্ট করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ভারতে যদিও সমকামী বিবাহ আইনত স্বীকৃত নয়। তবে ভালোবাসা অত নিয়মের ধার ধারে না।

নদীয়ার সমকামী যুগল মন্দিরা এবং বৈশাখী এর আগেও কিন্তু একবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২২ সালে তারা প্রথম বিয়ে করেন। তবে সেই সময় পর্যন্ত মন্দিরা তার স্বামীর কাছ থেকে আইনত বিচ্ছেদ পাননি। তাই তারা দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আরও একবার বিয়ে সেরেছেন।

হিন্দু শাস্ত্রমতে সমস্ত নিয়ম মেনে বিয়ে করেছেন তারা। আইবুড়ো ভাত, গায়েহলুদ, সিঁদুরদান সব কিছু হয়েছে তাদের বিয়েতে। বিবাহপর্ব মিটতেই তারা পাড়ি দিয়েছেন হানিমুনের উদ্দেশ্যে। আর সব থেকে অবাক করা বিষয় হলো তারা কিন্তু হানিমুনে একা যাননি, গিয়েছে মন্দিরার ছেলেও।

সোশ্যাল মিডিয়ায় সমস্ত ছবি পোস্ট করেছেন তারা। আসলে এই জুটি কমবেশি সকলেরই পরিচিত। মূলত দৈনন্দিন জীবনে কী হচ্ছে না হচ্ছে সেসব পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যার দ্বারা তাদের জনপ্রিয়তাও চোখে পড়ার মতোন। তাইতো তাদের বিয়ের খবরও সকলকে দিয়েছেন।

আরও পড়ুন,
*‘… অত্যন্ত কুরুচিকর …,’ ঋষির অভিযোগের কি জবাব দিলেন স্ত্রী দেবযানী?