“আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, এই সিঁদুর সারাজীবন পরে থাকব”: প্রয়াত জ়ুবিনের স্ত্রী গরিমা

জনপ্রিয় গায়ক জ়ুবিন গার্গের (Zubeen Garg) মৃত্যু ঘিরে এখনও ধোঁয়াশা। ইতিমধ্যেই একে একে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। স্বামীর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না গায়কপত্নী গরিমা শঈকীয়া। বিচার চান তিনি। এই অবস্থার মাঝে তিনি যত বার সংবাদমাধ্যমের সামনে এসেছেন, তাঁকে দেখা গিয়েছে সিঁদুরপরা অবস্থাতে। গায়কের মৃত্যুর ২০ দিন কেটে গেলেও এখনও কেন সিঁদুর পরছেন তিনি? প্রশ্ন তুলেছেন অনেকেই। তার কী জবাব দিলেন গায়কের স্ত্রী গরিমা?

তারকাপত্নী হলেও সর্বদা আড়ালেই থেকেছেন। অসমের ‘হার্টথ্রব’ জ়ুবিনের সঙ্গে প্রেম করে বিয়ে। যদিও টালমাটাল পরিস্থিতি এসেছিল তাদের প্রেমেও। একটা সময় এমনও এসেছিলো সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার কথাও ভেবেছিলো। মাসখানেক আলাদা থাকার পর ফের একে অপরের কাছে এসেছেন তাঁরা। জ়ুবিনের মৃত্যুর পর গায়কের কথা যতবারই বলতে গিয়েছেন ততবাড়ই চোখ ভিজেছে গরিমার।

স্বামীর মৃত্যুর পর ২০ দিন পর হয়ে গেলেও গরিমার সিঁথিতে সিঁদুর দেখে অনেকেই সমালোচনা শুরু করেছেন। তাঁদের উদ্দেশে গরিমা বলেন, “আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, এই সিঁদুর সারাজীবন পরে থাকব। যত দিন না পর্যন্ত ফের আমার আর জ়ুবিনের দেখা হচ্ছে, আমি সিঁদুর পরব।’’

না বললেই নয়, গরিমা অসমের গোলাঘাটের মেয়ে, পেশায় একজন পোশাকশিল্পী। শোনা যায়, গরিমাই প্রথম জ়ুবিনের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন। তিনি গায়ককে চিঠি পাঠিয়েছিলেন। ‘অনামিকা’ ও ‘মায়া’ অ্যালবাম শুনে একসময় মুগ্ধ হয়েছিলেন গরিমা। তখন তিনি মুম্বইয়ে পড়াশোনা করেছিলেন।

অন্যদিকে, সব অনুরাগিণীর চিঠির জবাব দিতেন না জ়ুবিন। কিন্তু ভাগ্যক্রমে গরিমার চিঠির উত্তর দিয়েছিলেন তিনি। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেম, এর পর স্বাভাবিক ভাবেই দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে ২০০২ সালে তাঁরা বিবাহ ব্ন্ধনে অবদ্ধ হন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক