‘আমি একবারও বলিনি এসো সুদীপা তোমাকে গোমাংস রান্না করে খাওয়াবো..,’ সঞ্চালিকা তারিন জাহান

'I never once said come Sudeepa I will cook you beef..,' host Tareen Jahan

সম্প্রতি এবার সুদীপা চট্টোপাধ্যায়ের গোমাংস বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্চালিকা তারিন জাহান! জানালেন ঠিক কী ঘটনা ঘটেছিল সেদিন। বাংলাদেশের রান্নার শো ‘রাঁধুনি এপার ওপারের রান্না’। যেখানে মূলত দুই বাংলার রান্না দেখানো হয়। সেখানেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন সুদীপা।

তারই একটি এপিসোডে দেখানো হয়েছিল কোরবানি ঈদ উপলক্ষ্যে সেখানে গোমাংস রান্নার প্রণালী দেখানো হয়। যা দেখার পর রীতিমতো ক্ষুব্ধ হিন্দু দর্শকেরা। ইতিমধ্যেই সুদীপাকে নানান হুমকি দিয়েছেন সকলে। কেউ যেমন তাকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন আবার কেউ কেউ ছেলেকে অপহরণ করার।

সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছিলেন সুদীপা। আর এবার সেটি নিয়ে কথা বললেন তারিন। তিনি জানিয়েছেন কোন এপিসোডে কী রান্না হবে তার চিত্রনাট্য আগে থেকেই তৈরি হয়ে যায়। যেহেতু বাংলাদেশের জাতীয় খাবারের মধ্যে একটি হলো গোমাংস তাই ঈদ উপলক্ষ্যে তা রান্নার প্রণালী দেখানো হয়েছিল।

তবে তিনি বলেন, ‘আমি একবারও বলিনি এসো সুদীপা তোমাকে গোমাংস রান্না করে খাওয়াবো। আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে বলেছিলাম আজ আমরা গোমাংসের রন্ধন প্রণালী দেখাবো। আমি জানতাম না এই নিয়ে ভারতে এতো কিছু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতেই আমি সেসব জেনেছি। ‘

পাশাপাশি তিনি আরো বলেন, ‘আমাকে বলা হচ্ছে যখন আমি সিনেমায় অভিনয়ের জন্য কলকাতায় যাবো সেখানে আমাকে শুয়োরের মাংস খাওয়ানো হবে। আমি মনে করি তাদের ধর্মীয় আবেগে আঘাত লাগার কারণেই এই কথা বলেছেন। তবে আমি ব্যক্তিগতভাবে সকল ধর্ম, সংস্কৃতি এবং মূল্যবোধকে সম্মান করি।’